জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গ! কত ছিল কম্পনের মাত্রা?

kolkata earthquake

সহেলি মিত্র, কলকাতাঃ ফের ভূমিকম্পের জেরে কেঁপে উঠল কলকাতা, (Kolkata Earthquake) হাওড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আজ শুক্রবার সকাল ১০:১০ মিনিট নাগাদ টানা ১৭ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলায়। কলকাতা, হাওড়ার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও এই কম্পন অনুভূত হয়েছে। যদিও কম্পনের মাত্রা কত তা এখনও অবধি জানা সম্ভব হয়নি।

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা

মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, নদীয়াতেও ভালো রকম এই কম্পন টের পাওয়া গিয়েছে। শুধু বাংলাতেই নয়, ভূমিকম্প হয়েছে বাংলাদেশেও। জানা গিয়েছে, বাংলাদেশে ভুমিকম্পের মাত্রা ছাড়িয়েছে ৫.৭। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ধরা পড়েছে। ভুমিকম্পের উৎসস্থল বাংলাদেশ বলে খবর। কোচবিহারের বিশেষ করে কম্পনের ঝটকা ভালো মতো পাওয়া গিয়েছে। শুক্রবার সাত সকালে এহেন ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

পাকিস্তানেও ভূমিকম্প

এদিকে আজ কাকভোরে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান, আফগানিস্তান। এমনিতে সাম্প্রতিক সময়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্পের ঘটনা বৃদ্ধি পেয়েছে। মায়ানমার, তুরস্ক এবং আফগানিস্তানের মতো দেশে ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ফলস্বরূপ, মানুষ ভূমিকম্পের ভয়ে ক্রমশ আতঙ্কিত হয়ে উঠছে। এদিকে, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে।

একাধিক রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার ভোরে পাকিস্তানে তীব্র কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ভূমিকম্প আঘাত হানার কথা ঘোষণা করেছে জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র। তথ্য অনুযায়ী, পাকিস্তানে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.২ পরিমাপ করা হয়েছে। ভোর ৩:০৯ মিনিটে ভূমিকম্পটি হয় এবং এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩৫ কিলোমিটার নীচে। এখনও পর্যন্ত প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

 

Leave a Comment