প্রীতি পোদ্দার, কলকাতা: সাংঘাতিক কাণ্ড! বিমানবন্দরের ভিতরে আন্তর্জাতিক ট্রানজিট এরিয়াতে কাচের দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠল এক বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে। ভরদুপুরে হঠাৎ করে ওই ব্যক্তি কেন এমন অস্বাভাবিক কাণ্ড ঘটালেন, তা নিয়ে তৈরি হল সন্দেহের বেড়াজাল। বিমানবন্দরের মধ্যে তুমুল আলোড়ন পড়ে যায়। ঘটনার তদন্তে ছুটে আসেন স্বয়ং CISF-এর ডিআইজি। ওই যাত্রীর সম্পর্কে যাবতীয় খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। চলছে তদন্ত।
ঘটনাটি কী?
রিপাবলিক বাংলার রিপোর্ট অনুযায়ী, CISF এর তরফে জানানো হয়েছে যে, ২৫ বছরের অভিযুক্ত যুবক মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। কাজের সূত্রে তিনি বর্তমানে সিঙ্গাপুরে থাকেন। গতকাল অর্থাৎ শুক্রবার, ১ আগস্ট দুপুরে নিজের বাড়ি যাওয়ার জন্য সে সিঙ্গাপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু সিঙ্গাপুর থেকে আসা বিমানটি মাঝে কয়েক ঘন্টা লে-ওভারে কলকাতায় বিমানবন্দরে নামলেও ভারতে ঢোকার ভিসা ছিল না আশরাফুল হোসেনের কাছে। তাই মাঝের সময়টুকু শুধু কলকাতা বিমানবন্দরে ইন্টারন্যাশনাল ট্রানজিট ছিল। এদিকে কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনাল চারদিক থেকে কাঁচ দিয়ে ঘেরা থাকে তাই সেখান থেকে কোনওভাবেই যাত্রীরা বাইরে বেরোতে পারেন না। আর সেখানেই হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন ওই যুবক।
কাঁচ ভাঙার চেষ্টা বাংলাদেশী যুবকের
পুলিশের তরফে জানা গিয়েছে, ট্রানজিট লাউঞ্জে আচমকা কাচ ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করেন বাংলাদেশী যুবক মোহাম্মদ আশরাফুল। সঙ্গে সঙ্গে এই খবর CISF এর কাছে পৌঁছলে সেখানকার জওয়ানরা ধরে ফেলে ওই বাংলাদেশের বাসিন্দাকে। নিজের হাত দিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করার ফলে আহত হন তিনি, সেই কারণে বিমানবন্দরের ভিতরে তার চিকিৎসা করা হয়।নিরাপত্তা রক্ষীদের তরফে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় কেন সে কাচ ভাঙার চেষ্টা করেছে? কিন্তু জবাবে অসংলগ্ন কথা বলেন ওই যুবক। তাঁর দাবি, আল্লাহ নাকি বলেছে সূর্যের আলোয় থাকলে শক্তি বাড়বে। আর তাই নিয়েই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে।
আরও পড়ুন: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে মিলবে ১৬টি পরিষেবা, কী কী? জানাল নবান্ন
এই মুহূর্তে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে CISF অভিযুক্ত বাংলাদেশী যুবককে এনএস সিবিআই থানার হাতে তুলে দেয়দিয়েছে। এবং পরে বিধাননগর পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের মানসিক অবস্থা এবং তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাঁর ভারতে প্রবেশের কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে। চলছে জোর কদমে জিজ্ঞাসাবাদ। এদিকে গতকাল কলকাতা বিমানবন্দরে এমন উত্তেজনামূলক ঘটনা ঘটায় বেশ আতঙ্কিত যাত্রীরা। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একাধিক যাত্রী অভিযোগও তুলেছে।