সৌভিক মুখার্জী, কলকাতা: জোর ঝটকা খেল ভারতীয় অর্থনীতি। দেশের বৈদেশিক মুদ্রা সংরক্ষণ বা ফরেক্স রিজার্ভ (India Forex Reserve) আবারও তলানিতে ঠেকছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট বলছে, ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভ ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার কমে ৬৯০.৭২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
কোন কারণে এই পতন?
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের সবথেকে বড় অংশ ফরেন কারেন্সি অ্যাসেটস যা গত এক সপ্তাহে ৩.৬৫ বিলিয়ন মার্কিন ডলার কমে ৫৮২.২৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর একই সময়ে দেশের সোনার রিজার্ভ ৬৬৫ মিলিয়ন মার্কিন ডলার কমে ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মূলত এই দুই কারণেই ফরেক্স রিজার্ভে এতটা পতন।
বলাবাহুল্য, সাম্প্রতিক মানি পলিসি রিভিউ কমিটিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছিলেন, ভারতীয় ফরেন কিট এখনো পর্যন্ত দেশের ১১ মাসের আমদানির চাহিদা পূরণ করতে সক্ষম। তবে হঠাৎ করে এই পতন কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলছে।
গত বছরের সঙ্গে তুলনা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে ভারত প্রায় ৫৮ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভে যোগ করেছিল। পাশাপাশি ২০২২ সালে রিজার্ভ থেকে কমেছিল ৭১ বিলিয়ন মার্কিন ডলার, ২০২৪ সালে বেড়েছিল ২০ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫ সালের শুরু থেকে এই পর্যন্ত ৫৩ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ ‘আট মাস পর ছবি ধরে ধরে এই গুন্ডা পুলিশদের জেল খাটাব!’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী
কী এই ফরেক্স রিজার্ভ?
জানিয়ে রাখি, ফরেক্স রিজার্ভ হল কেন্দ্রীয় ব্যাঙ্ক বা মুদ্রানীতি কর্তৃপক্ষের কাছে থাকা আন্তর্জাতিক মুদ্রা কিংবা সোনা। প্রধানত মার্কিন ডলার, ইউরো, জাপানিয়েন এবং পাউন্ড স্টার্লিং-এ এই ফরেক্স রিজার্ভ রাখা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মূলত রুপির মান অনুযায়ী স্ট্র্যাটেজিকভাবে ডলার কেনে বা বিক্রি করে। তবে বিশেষজ্ঞরা মনে করছে, যদিও সাম্প্রতি হ্রাস কিছুটা উদ্বেগের কারণ। তবে ভারতের ফরেক্স সিট এখনও পর্যন্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যথেষ্ট।