সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ ডিসেম্বর, শুক্রবার। জ্বলন্ত বাংলাদেশ (Bangladesh), গঙ্গাসাগর মেলার স্পেশাল ট্রেন, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) গঙ্গাসাগর মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন
গঙ্গাসাগর মেলা উপলক্ষে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে এবার বিশেষ ব্যবস্থা নিল। কাকদ্বীপ এবং নামখানা স্টেশন পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন ডিআরএম রাজীব সাক্সেনা। আর তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদা এবং কলকাতা থেকে অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে বলে রিপোর্ট অনুযায়ী খবর। স্টেশনগুলিতে ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার, পাবলিক এড্রেস সিস্টেম, জরুরী আলো, সিসিটিভি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও জোর দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ব্যবসায়ীদের জন্য নতুন পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের
পশ্চিমবঙ্গ সরকার এবার ব্যবসায়ীদের দ্রুত পাওনা মেটাতে নতুন পোর্টাল ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম’ সিস্টেম চালু করল। সরকারি কাজ শেষ হলে রেজিস্টার্ড MSME রা নির্দিষ্ট সময় টাকা পাবে। আর এই টাকা ৭২টি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান দেবে। পাশাপাশি কলকাতা এবং শিলিগুড়িতে ট্রেড ও এক্সপোর্ট ফেসিলেটেশন সেন্টার এবং পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠনের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুচরো ব্যবসায়ীরা রাজ্যের অর্থনীতির মেরুদন্ড। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) বাংলাদেশে হিন্দু যুবককে মেরে পুড়িয়ে দেওয়া হল
বাংলাদেশের নির্বাচন পূর্ব অস্থিরতার মধ্যেই ময়মনসিংহের ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা তাকে মারধর করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে, ওই নিহত ব্যক্তি গার্মেন্টস কর্মী ছিলেন। পুলিশের ভূমিকা এবং মামলা না হওয়া নিয়েও প্রশ্ন উঠছে। সাম্প্রতিককালে বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘুদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা আসছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ৫৬ হাজার পাক ভিখারিকে ফেরত পাঠাল সৌদি আরব
ফের পাকিস্তানের ভিক্ষাবৃত্তির সমস্যা সামনে এল। সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে ৫৬ হাজার পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠাল। ২০২৩ সালের এক আন্তর্জাতিক রিপোর্ট দাবি করা হচ্ছে, বিদেশে গ্রেফতার হাওয়া ভিখারিদের ৯০ শতাংশ পাকিস্তানি। আর পাকিস্তান সরকার এবং এএফআই চক্র দমনের আশ্বাস দিলেও তা কোনওরকম সমাধান মেলেনি। ২০২২ সাল থেকে ৬৪ হাজারের বেশি যাত্রীকে বিদেশযাত্রা থেকে আটকানো হয়েছে। আর সম্প্রতি দুবাই ভিসাও বন্ধ করে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে ফের জটিলতা
চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের ফের জটিলতা তৈরি হল। মেট্রো এবং আরভিএনএল এর অভিযোগ, রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে না। আর রাজ্যের দাবি, ট্রাফিক বন্ধ হলে যাত্রীরা সমস্যায় পড়বে। সেই ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে বৈঠক হলেও কোনওরকম সমাধান মেলেনি। রাজ্য সরকার জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে ট্রাফিক নিয়ন্ত্রণ করে কাজ সম্ভব। কিন্তু আরভিএনএল এর দাবি, মাত্র তিন রাতেই কাজ শেষ করা হবে। আর এ নিয়ে আবারও টানাপোড়েন শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) যুবভারতী কাণ্ডে কালো টাকার হদিস?
যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় এবার নতুন মোড়। বিধাননগর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও তিনজন রাজু দাস, সৌম্যদীপ দাস এবং তন্ময় দে-কে গ্রেফতার করেছে। আর এই ঘটনায় মোট গ্রেফতার হল ৯ জন। মেসির অনুষ্ঠান ঘিরে টিকিট কেটে মাঠে তাকে দেখতে না পাওয়াতে ক্ষুব্ধ দর্শকদের একাংশ ভাঙচুর চালিয়েছে। পাশাপাশি ইভেন্টে কালো টাকা ব্যবহারের সন্দেহে মূল উদ্যোক্তা শতদ্র দত্তর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কিছু উদ্ধার করা হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) উত্তরবঙ্গের আকাশে দেখা গেল রহস্যময় আলোর ঝলকানি
বৃহস্পতিবার সন্ধ্যাবেলা উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও শিলিগুড়ি জুড়ে আকাশে রহস্যজনক গোলাকৃতি আলোর ঝলকানি দেখা গেছে। এমনকি তার শোঁ শোঁ শব্দ শব্দও শোনা যায়। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এই দৃশ্যটি দেখা দিয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই কারণে সামরিক মিসাইল বা ড্রোনের জল্পনাও উঠছে। কিন্তু বিএসএফ বা সেনার তরফ থেকে এখনও কোনো বিবৃতি মেলেনি। পুলিশ তদন্তে নেমেছে এবং আতঙ্কিত না হওয়ার জন্যই পরামর্শ দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বয়স্কদের বিরাট সুখবর দিলে ভারতীয় রেল
ভারতীয় রেল এবার বয়স্ক যাত্রীদের জন্য বিরাট সুখবর দিল। প্রবীণ নাগরিকদের জন্য টিকিট ভাড়া ছাড় আর বিশেষ সহায়তার সুবিধা চালু করা হচ্ছে। এতে দীর্ঘ ভ্রমণে খরচ কমবে, আর যাত্রা হবে আরও আরামদায়ক। ৬০ বছর কিংবা তার বেশি বয়সী পুরুষ এবং ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলারা এবার থেকে এই সুবিধা পাবে বলে জানানো হয়েছে। টিকিট বুকিং এর সময় সঠিক বয়সের তথ্যও দিতে হবে, এবং বৈধ বয়সের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) রাজ্যকে ৩০০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র সরকার
কেন্দ্রীয় সরকার MGNREGA প্রকল্পের নাম বদলে জি রাম জি করার প্রস্তাব এনে বিল পাস করেছে। আর এ নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। এই আবহে কেন্দ্র সরকারের স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গকে MGNREGA বাবদ সর্বোচ্চ ৩০৮২ কোটি টাকা দেওয়া হবে। রাজ্য সরকার দাবি করছে, ৫০ হাজার কোটি টাকার বেশি বকেয়া। ২০২২ সালে দুর্নীতির অভিযোগে সেই কাজ বন্ধ হয়ে গিয়েছিল। বকেয়া নিয়ে তৃণমূল সংসদরা সংসদে প্রতিবাদও জানিয়েছে। এমনকি বিলের বিরোধিতায় বিরোধীরা সংসদে ওয়াকআউট এবং ধর্নায় বসে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) হাদির মৃত্যুতে উত্তাল গোটা বাংলাদেশ
হাদির মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল বাংলাদেশে বিরাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের দফতরে আগুন লাগানো হয়েছে। ফলে সেই ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মুদ্রিত ও অনলাইন সংস্করণ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কুমারপাড়ায় আওয়ামী লীগের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর বাড়িতেও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মূলত হাদির মৃত্যুকে কেন্দ্র করেই এই ঘটনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন