ঝাঁটা উঁচিয়ে গেলেন তৃণমূলের মহিলারা, ফলতায় কমিশনের বিশেষ পর্যবেক্ষককে দেখেই বিক্ষোভ

AI Picture
Falta c murugan AI Picture

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করে যেখানে আগে থেকেই ভোট প্রচারের প্রস্তুতি শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক হয়েই চলেছে রাজ্য জুড়ে। যদিও প্রথম থেকেই একাধিক অভিযোগ করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এই আবহে ২০০২ এর তালিকায় নাম না থাকায় অনেকেই আতঙ্কিত হয়ে সুইসাইড করছে সেই নিয়ে ক্রমাগত বিজেপিকে এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে তৃণমূল। এবার ফলতায় (Falta) শুরু হল নয়া বিক্ষোভ। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান।

বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক

গত কয়েকদিন ধরেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে একাধিক বিতর্ক শুরু হয়েছে। কিছুদিন আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতার নাম। তৃণমূলের বিরুদ্ধে ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ তুলেছিল খোদ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অনেকেই আবার এই ভোটকেন্দ্রে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা কোনও ভোটারের মৃত্যু না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছিল। আর সেই তর্ক বিতর্কের আবহে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভায় পর্যবেক্ষণে নামলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। তাতেই শুরু হল বিক্ষোভ।

আরও পড়ুন: অনিকেতের পোস্টিং মামলায় রাজ্য সরকারকে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের

SIR নিয়ে গর্জে উঠল মমতা

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার, ফলতায় এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। কিছুটা এগোতেই এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এমনকি কমিশনের বাকি সদস্যদের দিকে ঝাঁটা হাতে তেড়ে যান মহিলারা। তুমুল উত্তেজনা শুরু হওয়ায় গাড়ি থমকে দাঁড়িয়ে যায়। এদিকে আজই কৃষ্ণনগরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি SIR নিয়ে একাধিক মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, ভোটের আগে রাজ্যে দেড় কোটি নাম বাদ দেওয়ার নকশা কষছে বিজেপি, আর সেই কাজে সাহায্য করছে নির্বাচন কমিশন। তবে এর আগেও এমন অভিযোগ করায় চুপ থাকেনি বিজেপি, পাল্টা অভিযোগও করা হয়েছিল শাসকদলের বিরুদ্ধে।

Leave a Comment