টপ স্পিড ২৭০ কিমি/ঘণ্টা, ভারতে লঞ্চ হল Mercedes Benz-র বিলাসবহুল গাড়ি

Mercedes Benz

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বিলাসবহুল গাড়ির বাজারে আবারও চমক দিচ্ছে Mercedes Benz। হ্যাঁ, সংস্থাটি এবার আনুষ্ঠানিকভাবে নতুন দুই দরজার CLE 53 4MATIC+ Coupe লঞ্চ করছে, যার বাজার মূল্য 1.35 কোটি টাকা। কোম্পানিটি দাবি করছে, এই গাড়ি একসঙ্গে C-Class-এর পারফরম্যান্স এবং E-Class-এর আরামদায়কতা দেবে ব্যবহারকারীদের। তবে বিশেষ কী কী ফিচার্স থাকছে? চলুন বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

CLE 53 গাড়িতে রয়েছে 3.0 লিটার M 256M ইনলাইন 6-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা কিনা টুইন টার্বো চার্জিং এবং ইলেকট্রিক কম্প্রেসারের সাহায্যে শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি গাড়িটিতে থাকছে নতুন ইন্টেল আউটলেট, চ্যানেল পিস্টন রিং ও উন্নত ইনজেকশন সিস্টেম। এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে 449 bhp পাওয়ার এবং 560 Nm টর্ক। পাশাপাশি ওভার বুস্টে 12 সেকেন্ডের জন্য টর্ক বেড়ে 600 Nm ছাড়াতে পারে।

এর পাশাপাশি সেকেন্ড জেনারেশন ISG  থেকে মিলছে অতিরিক্ত 23 bhp পাওয়ার এবং 205 Nm টর্ক, যা 48 ভোল্টের মাল্টি হাইব্রিড সিস্টেমের সঙ্গে কাজ করবে. আর এর ফলে ইলেকট্রিক বুস্ট থেকে শুরু করে লোড পয়েন্ট শিফটিং, সেলিং বা স্টার্ট-স্টপ ফিচার্স হাই লেভেলে পারফরম্যান্স করবে।

ট্রান্সমিশন এবং ড্রাইভ মোড

জানিয়ে রাখি, CLE 53 গাড়িতে রয়েছে AMG Speed Shift TCT 9G অটোমেটিক গিয়ার বক্স, যা ছোট গিয়ার রেশিও দিয়ে ইঞ্জিনকে আরো সহজলভ্য করে তুলছে। এর পাশাপাশি AMG DYNAMIC SELECT-এর পাঁচটি ড্রাইভ মোড Slippery, Comfort, Sport, Sport+ ও Individual থ্রটল রেসপন্স থেকে সাসপেনশনের ওজন পর্যন্ত নিয়ন্ত্রণ করছে।

পাশাপাশি এর রিয়ার-অ্যাক্সেল স্টিয়ারিং 100 কিলোমিটার/ঘণ্টা গতির নীচে সামনের চাকাগুলোতে 2.5° পর্যন্ত ঘোরানো থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি পৌঁছে যায় মাত্র 4.2 সেকেন্ডেই। আর টপ স্পিড থাকছে 250 কিলোমিটার/ঘন্টা। তবে অপশনাল ভাবে তা 270 কিলোমিটার/ঘণ্টা করা যাবে।

আরও পড়ুনঃ অভয়ার মায়ের চোট, অনুমতিপ্রাপ্ত মিছিলে তাণ্ডব! নবান্ন অভিযানে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে কী বলছে হাইকোর্ট?

রয়েছে বিলাসবহুল কেবিন

এই গাড়ির অভ্যন্তরে রয়েছে লেদার ও মাইক্রোসফট মাইক্রো-ফাইবার মিশ্রিত বিরাট কেবিন স্পেস। পাশাপাশি AMG ডিজাইনের গ্রাফিক্স কনসার্ট স্ট্রেচিং থাকছে। হ্যাঁ, এই গাড়িতে থাকছে 12.3 ইঞ্চির একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যাতে সুপারস্টার মোড, ট্যাকোমিটার, G-ফোর্স, ইঞ্জিন টেম্পারেচার, লিফট-টাইম সহ বিভিন্ন রকম পারফরম্যান্সের ডেটা দেখা যাবে।

এমনকি সঙ্গে থাকছে 11.9 ইঞ্চির একটি পোর্ট্রেট টাচ স্ক্রিন, যা MBUX সিস্টেম বা ভয়েস টাচ এবং স্টেয়ারিং কন্ট্রোলের কাজ করবে। এক কথায় CLE 53 শুধুমাত্র গতির দিক থেকে নয়, বরং বিলাসিতার দিক থেকেও সেরাদের সেরা কাতারে অবস্থান করছে। তবে BMW-এর মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে এটি হতে পারে চ্যালেঞ্জের বিষয়ে। এখন দেখার কোথায় গিয়ে দাঁড়ায় এদের প্রতিযোগিতা।

Leave a Comment