বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশেষত শিশু এবং কিশোরদের টাইপ ওয়ান ডায়াবিটিসের চিকিৎসায় অত্যাধুনিক মানের স্বাস্থ্য মডেল রয়েছে বাংলায়। এজন্য অবশ্য বহু আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এ রাজ্যে। এবার সেই নিরিখেই ভয়ানক রোগের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গের মডেল গোটা বিশ্বে অনুকরণযোগ্য বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On Type 1 Diabetes)। এ নিয়ে আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সম্প্রতি এসএসকেএমে হাভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জিন বুখম্যান এসেছিলেন। এই জনপ্রিয় চিকিৎসক টাইপ ওয়ান ডায়াবিটিস রোগের চিকিৎসায় বাংলার উদ্যোগ এবং সাফল্যের ভুয়সী প্রশংসা করেছেন।’ তাতে অবশ্য যথেষ্ট আনন্দিত বাংলার মুখ্যমন্ত্রী।
ডায়াবিটিস রোগ সম্পর্কে জানুন
ডায়াবিটিস রোগ মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হল টাইপ ওয়ান এবং অপরটি টাইপ টু। টাইপ ওয়ান ডায়াবিটিস মূলত জিনগত সমস্যার কারণে হয়ে থাকে। তাছাড়াও এই রোগ বিশেষত অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ কচিকাদের মধ্যে বেশি দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগটিকে অটোইমিউন রোগ বলা হয়ে থাকে। মূলত অগ্নাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলি এই রোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যার জেরে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায় শরীরে। যদিও টাইপ টু ডায়াবিটিসের সাথে টাইপ ওয়ানের লক্ষণগুলির বেশ মিল রয়েছে।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, টাইপ ওয়ান ডায়াবিটিসে আক্রান্ত রোগীদের ঘনঘন প্রস্রাবের বেগ আসে। এছাড়াও ঘনঘন জল তৃষ্ণা পাওয়া, গলা শুকিয়ে আসা, হঠাৎ ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি অনুভব করা এবং ঘা বা ক্ষত শুকোতে বেশি সময় লাগার মতো বিষয়গুলি টাইপ ওয়ান ডায়াবিটিসের লক্ষণ। অবাক করা বিষয়, উপরিউক্ত সমস্ত লক্ষণ টাইপ টুয়ের ক্ষেত্রেও দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিস এমন এক রোগ যা বলে কয়ে আসেনা। সেই সাথে নিজের পাশাপাশি একাধিক সমস্যা ডেকে আনে মানুষের শরীরে। এই ভয়ানক রোগের জন্য অবশ্য মানুষের জীবনযাত্রার অনিয়ম এবং অস্বাস্থ্যকর খাদ্যভাসকেই দায়ী করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ মহলের আরও দাবি, ভারতে প্রতি 10 জন শিশুর মধ্যে একজনের ডায়াবিটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও শিশুদের ক্ষেত্রে টাইপ ওয়ান ডায়াবিটিসের ঝুঁকিই সবচেয়ে বেশি।
অবশ্যই পড়ুন: অর্শদীপদের আক্রমণ সত্ত্বেও রানের পাহাড় অস্ট্রেলিয়ার, জিততে ভারতকে করতে হবে ১৮৭
ডায়াবিটিসের সাথে লড়াইয়ে এগিয়ে বাংলা..
বিগত বছর গুলিতে ডায়াবিটিসের সাথে লড়াইয়ে নানা ক্ষেত্রে প্রশংসিত হয়েছে বাংলার উদ্যোগ। আন্তর্জাতিক ক্ষেত্রেও বহুবার স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ। সেসব নিয়েই রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাতে চাই যে, টাইপ ওয়ান ডায়াবিটিসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মডেল বিশ্বব্যাপী অনুকরণীয় মডেল হয়ে উঠেছে। কিছুদিন আগেই হাভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জিন বুখম্যান, যিনি এনসিডির একজন বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত, তিনি আমাদের এসএসকেএম হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন। সেখানেই আমাদের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। কারণ এটাই দেশের জাতীয়ভাবে পরিচালিত প্রথম কর্মসূচি।’ এদিন ভয়ানক রোগের সাথে লড়াইয়ে বিশেষ কর্মসূচির সাথে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
I am delighted to announce that ‘Bengal model’ to fight Type I diabetes – has become a global model to emulate.
Recently, Harvard Medical School Associate Professor Gene Bukhman, considered as an authority on non-communicable diseases, has visited our SSKM Hospital and…
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2025