বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছর শেষ হতে আর 10 দিনও বাকি নেই। তার আগেই টিকিট কাটার নিয়মে বিরাট বদল আনল ভারতীয় রেল (Indian Railways)। এর আগে শেষ বারের মতো পুজোর সময় টিকিট কাটার ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল এনেছিল ভারতীয় রেল মন্ত্রক। তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার কার্ড হয়ে উঠেছিল বাধ্যতামূলক নথি। এরপর সংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও আধার ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক করে দেয় রেল। এবার পরিবর্তন এলো টিকিট কাটার সময়ে। শোনা যাচ্ছে, এখন থেকে আর ঘড়ির কাটার দিকে তাকিয়ে টিকিট কাটতে হবে না। অনলাইনে সংরক্ষিত টিকিট কাটার জন্য আগে সময় ছিল সকাল 8টা থেকে 10টা। এবার সেই নিয়মই বদলে যাচ্ছে।
বদলে যাচ্ছে টিকিট কাটার সময়
শেষবারের মতো ভারতীয় রেলের সিদ্ধান্তে, IRCTC অ্যাকাউন্ট থেকে অনলাইনে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সংরক্ষিত টিকিট কাটতে পারতেন গ্রাহকরা। মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সকালের এই দুই ঘন্টা বরাদ্দ করেছিল রেল। তবে এবার সেই নিয়ম বদলে যাচ্ছে। ইতিমধ্যেই একটি চিঠিতে ভারতীয় রেল একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগে যেখানে গ্রাহকরা IRCTC র আধার যাচাইকরণ অ্যাকাউন্ট থেকে ট্রেনের সংরক্ষিত টিকিট কাটার জন্য দু’ঘণ্টা সময় পেতেন এবার সেই সময় বাড়ানো হচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে, আগামী 29 ডিসেম্বর থেকে ট্রেনের সংরক্ষিত টিকিট কাটার সময় সকাল 8টা থেকে 10 টার বদলে 12টা পর্যন্ত হবে। অর্থাৎ এবার থেকে দু’ঘণ্টার বদলে ট্রেনের সংরক্ষিত টিকিট কাটার জন্য একেবারে চার ঘন্টা সময় পাবেন যাত্রীরা। তবে এখানেই শেষ নয়, ভারতীয়দের সুবিধার্থে আরও বড় চিন্তা ভাবনা রয়েছে রেল মন্ত্রকের।
অবশ্যই পড়ুন: IPL-র ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারা ৫ ভারতীয় অধিনায়ক, তালিকার শীর্ষে পছন্দের নাম
TV 9 এর এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় রেল জানিয়েছে আগামী 5 জানুয়ারি থেকে IRCTC অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেনের সংরক্ষিত টিকিট কাটার সময় আরও বাড়ানো হবে। আপাতত যা খবর, জানুয়ারি মাসের পঞ্চম তারিখ থেকে এই সময় বেড়ে 4 ঘন্টা থেকে 8 ঘন্টা করা হবে। এর অর্থ, একজন গ্রাহক চাইলেই নিজের আধার যাচাইকৃত IRCTC অ্যাকাউন্ট থেকে সংরক্ষিত টিকিট কাটার জন্য বিকেল 4টে পর্যন্ত সময় পাবেন। সবচেয়ে মজার বিষয়, এরপর জানুয়ারির 12 তারিখ নাগাদ যাত্রী সুবিধার্থে সেই সময়টা আরও বাড়িয়ে 16 ঘন্টা করা হবে।