সহেলি মিত্র, কলকাতাঃ গ্রাহকদের আবার বড় ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এটিএম ফি-এর পর, দেশের বৃহত্তম ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS) পরিষেবা চার্জ বৃদ্ধির (SBI Money Transfer) ঘোষণা করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অর্থাৎ এখন থেকে টাকা ট্রান্সেকশনের ক্ষেত্রে অতিরিক্ত টাকা গুনতে হবে গ্রাহকদের। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
IMPS চার্জ বৃদ্ধি করল SBI
গত ১২ জানুয়ারি এটিএম লেনদেন ফি বৃদ্ধির ঘোষণা করে এসবিআই। এরপরেই ব্যাঙ্কের আরও একটি নয়া ঘোষণার পর চমকে গিয়েছেন গ্রাহকরা। ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ রেট চার্ট অনুসারে, সংশোধিত IMPS চার্জ ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। IMPS ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক জন্য ব্যবহৃত হয়। অনেকেই নিজের কাছে টাকা পাঠানোর জন্য এটি ব্যবহার করেন। চার্জ বৃদ্ধির এই প্রভাব অনেকের উপর পড়বে।
IMPS চার্জ কতটা বেড়েছে?
এখন নিশ্চয়ই ভাবছেন যে এই IMPS চার্জ কতটা বেড়েছে? এসবিআই ২৫,০০০ টাকার বেশি অনলাইন আইএমপিএস লেনদেনের জন্য নতুন চার্জ চালু করেছে। আগে এটি সম্পূর্ণ বিনামূল্যে ছিল। ব্যাংক শাখায় আইএমপিএস স্থানান্তর এখনও বিনামূল্যে। ১০,০০০ টাকা পর্যন্ত অনলাইন এবং শাখা উভয় চ্যানেলেই IMPS ট্রান্সফার বিনামূল্যে হবে। ১০,০০০ টাকার উপরে এবং ২৫,০০০ টাকা পর্যন্ত ট্রান্সেকশনের ক্ষেত্রেও চার্জের কোনও পরিবর্তন হয়নি। এর অর্থ হল অনলাইন ট্রান্সফার বিনামূল্যে থাকবে, অন্যদিকে শাখা ট্রান্সফারের ক্ষেত্রে ৪ টাকা এবং জিএসটি প্রযোজ্য হবে।
আরও পড়ুনঃ শীতের শেষ ইনিংসেও সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আগামীকালের আবহাওয়া
২৫,০০০ টাকার উপরে এবং ১ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন ট্রান্সফারের জন্য এখন ২ টাকা এবং জিএসটি লাগবে, যেখানে আগে এই পরিষেবা বিনামূল্যে ছিল। ১ লক্ষ টাকার উপরে এবং ২ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন ট্রান্সফারের চার্জ বেড়ে ৬ টাকা এবং জিএসটি হবে। ২ লক্ষ টাকার উপরে এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকদের অনলাইনে ১০ টাকা এবং জিএসটি দিতে হবে। এই স্ল্যাবগুলির জন্য শাখা-চ্যানেল চার্জে কোনও পরিবর্তন হয়নি, যা স্থানান্তরের পরিমাণের উপর নির্ভর করে ৪ টাকা থেকে ২০ টাকা এবং GST পর্যন্ত।