বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভিসায় বিধি নিষেধ সহ বিশ্বের ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মাঝেও বেশ কিছু দেশে আইনত নাগরিকত্ব পেয়ে গিয়েছেন ভারতীয়রা। আসলে অনেকেই হয়তো জানেন না, বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে মূলত অর্থের বিনিময়ে নাগরিকত্ব পাচ্ছেন ভারতের নাগরিকরা। হ্যাঁ, আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় সেটাই। চলুন দেখে নেওয়া যাক, কোন 9 দেশে শুধুমাত্র টাকা খরচ করেই নাগরিকত্ব পেয়ে যেতে পারেন আপনি!
কত খরচ হবে?
সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, মূলত 9 দেশে অর্থ খরচ করে আইনত নাগরিকত্ব কিনতে পারবেন ভারতীয়রা। সেক্ষেত্রে কোনও রকম ঝক্কি পোহাতে হবে না তাদের! কিন্তু কত খরচ হবে?
আপাতত যা খবর, নিম্নে লিখিত 9 দেশে নাগরিকত্ব পেতে ভারতীয়দের খরচ হয় 1 কোটি টাকারও কম। হ্যাঁ, লাখের অঙ্কেই বিদেশে আইনত নাগরিকত্ব পেতে পারেন দেশের ধনী ব্যক্তিরা। কিন্তু কোন কোন দেশে রয়েছে এই সুবিধা? দেখে নিন।
এই 9 দেশে টাকা খরচ করেই আইনত নাগরিকত্ব পাচ্ছেন ভারতীয়রা!
ডোমিনিকা
ক্যারিবিয়ান কান্ট্রি ডোমিনিকাতে চাইলে অর্থ খরচ করে আইনত নাগরিকত্ব পেতে পারেন ভারতীয়রা। সেক্ষেত্রে নাকি কোনও রকম বাড়তি ঝক্কি যেমন, ভাষা পরীক্ষা, সাক্ষাৎকারের মতো বিষয়গুলির প্রয়োজন নেই।
শুধুমাত্র 76 লক্ষ টাকা খরচ করেই এই দেশটিতে নাগরিকত্ব পেতে পারেন আপনি! রিপোর্ট অনুযায়ী, নির্দিষ্ট অর্থ জমা দেওয়ার 3 থেকে 6 মাসের মধ্যে আইনত নাগরিকত্ব পাবেন বিনিয়োগকারী।
সেন্ট লুসিয়া
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাত্র 76 লক্ষ টাকা খরচ করেই সেন্ট লুসিয়া দেশটির আইনত নাগরিক হতে পারবেন আপনি। বলে রাখা ভাল, অর্থ জমা দেওয়ার 4-5 মাসের মধ্যে পাকাপাকিভাবে নাগরিকত্বের প্রমাণপত্র হাতে পাওয়া যায়।
গ্রেনাডা
আরেক ক্যারিবিয়ান কান্ট্রি গ্রেনাডাতে আইনত নাগরিকত্ব পেতে পারেন ভারতীয়রা। সে ক্ষেত্রে খরচ পড়বে প্রায় 95 লক্ষ টাকার কাছাকাছি। বলে রাখি, এটি একমাত্র CBI দেশ যেখানে আমেরিকার E-2 ভিসার অ্যাক্সেস রয়েছে। এই দেশের সরকার নাগরিকদের আমেরিকায় বসবাস এবং কাজের অনুমতি দিয়ে থাকে।
ভানুয়াতু
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ভানুয়াতু প্রজাতন্ত্রের নাগরিক হতে চাইলে একজন ভারতীয়র খরচ পড়বে 80 লক্ষ টাকা। বলে রাখি, টাকা জমা দেওয়ার মাত্র 60 দিন অর্থাৎ দু মাসের মধ্যেই আইনত নাগরিকত্ব পেয়ে যাবেন বিনিয়োগকারীরা।
তুরস্ক
পাক বন্ধু তুরস্কের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে খুব একটা ভাল নেই। ওপর ওপর দিয়ে বাণিজ্য চললেও অন্দরে রয়েছে অসন্তোষ। তবে বলে রাখি, 1 কোটি টাকার বিনিময়ে তুরস্কের নাগরিকত্ব পেতে পারেন ভারতীয়রা! যদিও বর্তমানে সেই পরিস্থিতি কিছুটা হলেও জটিল হয়েছে।
অ্যান্টিগুয়া ও বারবুডা
মাত্র 76 লক্ষ টাকা খরচ করলেই অ্যান্টিগুয়া ও বারবুডার আইনত নাগরিক হতে পারবেন ভারতীয়রা, এমনটাই দাবি করা হচ্ছে রিপোর্টে।
উত্তর ম্যাসেডোনিয়া
রিপোর্ট দাবি করছে, 92 লক্ষ টাকা খরচ করে উত্তর ম্যাসেডোনিয়াতে আইনত নাগরিকত্ব পেতে পারেন ভারতীয়রা। সেক্ষেত্রে বড় সুবিধা হল এই দেশটি ইউরোপের বলকান অঞ্চলের প্রবেশদ্বার। এছাড়াও এই দেশে বসবাস করলে অন্যান্য একাধিক সুবিধা রয়েছে।
অবশ্যই পড়ুন: এজবাস্টনের পুনরাবৃত্তি হবে না লর্ডসে! সাবধান টিম ইন্ডিয়া, নতুন ফাঁদ পাতল ইংল্যান্ড
উল্লেখ্য, উপরিউক্ত দেশগুলি ছাড়াও সেন্ট কিটস ও নেভিস এবং মোল্ডোভা, এই দুই দেশে কোটি টাকারও কম খরচ করে আইনত নাগরিকত্ব পেতে পারেন আপনি।