সৌভিক মুখার্জী, কলকাতা: প্রয়াত শিল্পপতি রতন টাটা দ্বারা প্রতিষ্ঠিত দেশের অন্যতম পেট কেয়ার স্মল অ্যানিম্যাল হাসপাতাল ট্রাস্ট থেকে পদত্যাগ করলেন মেহলি মিস্ত্রি (Mehli Mistry Resigns)। গত অক্টোবর মাসে টাটা গ্রুপের দুই প্রধান ট্রাস্ট স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট থেকে তাঁকে অপসারণ করার পরই এই বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলেন মেহলি মিস্ত্রি। এদিকে টাটা ট্রাস্ট পুনর্নিয়োগে আপত্তিও তুলেছিলেন নোয়েল টাটা, বিজয় সিং এবং ভেঙ্কট শ্রীনিবাসন। যার ফলে এবার টাটা ট্রাস্টে মেহলি মিস্ত্রির কর্মজীবনের অবসান ঘটল।
সম্প্রতি টাটার এই পেট হাসপাতালের ট্রাস্টকে পাঠানো ইমেইলে মেহলি মিস্ত্রি জানিয়েছেন, যেহেতু তিনি আর দুই প্রধান টাটা ট্রাস্টের সঙ্গে যুক্ত নন, তাই হাসপাতালের পদে যুক্ত থাকা তাঁর পক্ষে আর সম্ভব নয়। হ্যাঁ, তিনি স্পষ্ট বলেছেন, আমি যেহেতু কোনও টাটা ট্রাস্টের সঙ্গে যুক্ত নই, তাই তাঁদের কাছে ফান্ডিং চাইতেও কোনওরকম ইচ্ছা নেই। তাই আমার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।
ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে এবার নতুন নাম
উল্লেখ্য, পদত্যাগের সঙ্গে সঙ্গেই তিনি ট্রাস্টের চেয়ারম্যান পদে নতুন নাম প্রস্তাব করেছেন। মেহলি মিস্ত্রির মতে, ট্রাস্টের বর্তমান সিইও সিদ্ধার্থ শর্মা এই পদে সবথেকে উপযুক্ত। কারণ, বড় টাটা ট্রাস্টগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই ফান্ডিং-এর ব্যবস্থা করার ক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন। তবে প্রয়োজনে বোর্ড অন্য কাউকে মনোনীত করতে পারে। সেক্ষেত্রে তিনি আপত্তি জানাননি। সবথেকে বড় ব্যাপার, মেহলি মিস্ত্রির পদত্যাগের পর বোর্ডের আরও এক সদস্য ড. অনিরুদ্ধ কোহলিও তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: হবে বিপুল কর্মসংস্থান, তাজপুর সমুদ্র বন্দর নিয়ে টেন্ডার ডাকল রাজ্য সরকার!
উল্লেখ্য, মুম্বাইয়ের মহালক্ষ্মীতে অবস্থিত এই স্মল অনিম্যাল হাসপাতালটির রতন টাটার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তৈরি। নিজের প্রিয় কুকুরের চিকিৎসার সময় তিনি বুঝতে পেরেছিলেন, ভারতে উন্নত মানের পশু চিকিৎসা পাওয়া কতটা কঠিন। সেই লক্ষ্য মাথায় রেখেই আধুনিক পেট হাসপাতাল তৈরি করেন তিনি। মূলত ৯৮,০০০ বর্গফুট এলাকাজুড়ে বিশাল এই পরিকাঠামো গড়েন। আর এখানে ২৪ ঘন্টা সার্ভিস দেওয়া হয়। পাশাপাশি কুকুর-বিড়ালের জন্য ১৪টির বেশি আন্তর্জাতিক মানের চিকিৎসা বিভাগ রয়েছে। এমনকি হাসপাতালের পরিষেবাগুলির মধ্যে রয়েছে অপথ্যালমোলজি, অনকোলজি, ডেন্টাল কেয়ার, কার্ডিওলজি, অস্থি সার্জারি, ইন্টারনাল মেডিসিন, ইনফেকশন কন্ট্রোল ইত্যাদি। তবে টাটা প্রয়াত হওয়ার পর এইভাবে ট্রাস্টের মধ্যে বিভাজন ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার।