বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে শোনা গিয়েছিল, মেহলি মিস্ত্রিকে আজীবনের জন্য পর্ষদে নিয়োগ করতে পারে টাটা ট্রাস্টস (Tata Trusts Board)। সেই মর্মে, গত বৃহস্পতিবার সমস্ত ট্রাস্টির কাছে বিজ্ঞপ্তি পাঠায় ট্রাস্টসের সিইও। জানা যাচ্ছে, রতন টাটা ট্রাস্ট এবং দোরাবজি টাটা ট্রাস্ট, বাই হিরাবাই জামশেদজি টাটা নভসারি চ্যারিটেবল ইনস্টিটিউশনকে মিস্ত্রির নিয়োগের কথা বলেছিল। তবে শোনা যাচ্ছে, টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা, ভাইস চেয়ারম্যান বেণু শ্রীনিবাসন এবং ট্রাস্টি বিজয় সিং এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ায় মিস্ত্রির মেয়াদ স্থগিত হয়ে যায়। বলা বাহুল্য, আজ অর্থাৎ 28 অক্টোবর মেহলি মিস্ত্রির মেয়াদ শেষ হওয়ার কথা।
পরিকল্পনা করে সরানো হচ্ছে মেহলি মিস্ত্রীকে!
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, পরিচালনা নিয়ে চেয়ারম্যান নোয়েল টাটার সঙ্গে মেহলি মিস্ত্রির ঝামেলা চলছিল দীর্ঘদিন। মূলত সে কারণেই, মেয়াদ বাড়িয়ে তাঁকে ফের পর্ষদে নিয়োগ করতে রাজি হচ্ছেন না ভাইস চেয়ারম্যান বেনু থেকে শুরু করে ট্রাস্টি বিজয় সিং সহ নোয়েল টাটা। সংশ্লিষ্ট মহলের দাবি, টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত সাইরাস মিস্ত্রিকেও একইভাবে নাটকীয়তার সাথে সরিয়ে ফেলা হয়েছিল।
বলাই বাহুল্য, সাইরাস মিস্ত্রি মেহেরজি পালোনজি গ্রুপ থেকে এসেছিলেন, যিনি টাটা সন্সের 18.37 শতাংশ শেয়ার হোল্ডার ছিলেন। মেহলিও সেই পরিবারেরই সন্তান। তিনি আসলে সাইরাসের কাকাতো ভাই। মূলত সে কারণেই সবদিক মাথায় রেখে টাটা ট্রাস্টের চেয়ারম্যানের সাথে মতবিরোধের কারণেই পরিকল্পনা মাফিক বাদ দেওয়া হচ্ছে মেহলিকে!
অবশ্যই পড়ুন: NRC আতঙ্কে আগরপাড়ায় ‘আত্মঘাতী’ এক! বিজেপিকে দুষলেন মমতা
কে এই মেহলি মিস্ত্রি?
মেহলি মিস্ত্রি একজন ভারতীয় শিল্পপতি হওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন টাটা গ্রুপের সাথে যুক্ত। না বললেই নয়, টাটা ট্রাস্টস টাটা গ্রুপের প্রধান হোল্ডিং সংস্থা টাটা সন্সের 66 শতাংশ শেয়ার হোল্ড করে। দুটি প্রধান ট্রাস্ট দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্টে মিলিয়ে টাটা সন্সের 51 শতাংশের শেয়ার হোল্ডার এই মেহলি মিস্ত্রি। না বললেই নয়, টাটা ট্রাস্টের গুরুত্বপূর্ণ ট্রাস্টটি মেহলি প্রয়াত রতন টাটার একজন ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘ বেশ কয়েক দশক ধরে টাটা গ্রুপের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি। সেই সাথে বলে রাখি, মেহলি মেহেরজি পালোনজি গ্রুপের পরিচালক। পেইন্ট, লজিস্টিকস এবং ফিনান্সের মতো একাধিক ক্ষেত্রে ব্যবসা রয়েছে এই গ্রুপের।