সহেলি মিত্র, কলকাতাঃ রেলের এক সিদ্ধান্তে ফের মাথায় হাত পড়ল সাধারণ যাত্রীদের। দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করে, তাই রেল ব্যবস্থায় যেকোনো ছোটখাটো পরিবর্তন লক্ষ লক্ষ যাত্রীকে প্রভাবিত করে। বর্তমানে অনেক রুটে ট্র্যাক এবং সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর ফলে কিছু ট্রেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, এবং কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এটি যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে। আপনি যদি আগামী দিনেও ভ্রমণ করেন, তাহলে ট্রেন ছাড়ার আগে আপনার ট্রেনের অবস্থা পরীক্ষা করে দেখুন অবশ্যই। রেলওয়ে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে।
বহু ট্রেন বাতিল করল রেল
ভারতীয় রেলওয়ে তার নেটওয়ার্ককে আরও নিরাপদ এবং আরও দক্ষ করার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, ২১শে নভেম্বর পর্যন্ত শালিমার স্টেশন ইয়ার্ডে ট্র্যাক উন্নয়ন এবং পুনর্নির্মাণের কাজ চলছে। এর ফলে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের চক্রধরপুর বিভাগের মধ্য দিয়ে যাওয়া বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন সাময়িকভাবে বাতিল (Train Cancelled) করা হয়েছে। রেলওয়ে জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সময়মতো কাজ সম্পন্ন করার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয়। টানা এক সপ্তাহ বাতিল থাকবে ট্রেন।
এক নজরে দেখুন বাতিল ট্রেনের তালিকা
- ট্রেন নং ১৮০৩০ শালিমার – মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস কুরলা এক্সপ্রেস ২১ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ২২৮৩০ শালিমার – ভূজ সুপারফাস্ট এক্সপ্রেস ১৫ নভেম্বর বাতিল করা হয়েছে।
- ট্রেন নম্বর ২২৮২৯ ভুজ – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে।
- ট্রেন নম্বর ১৫০২২ গোরক্ষপুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ১৭ নভেম্বর বাতিল করা হয়েছে।
- ট্রেন নম্বর ১৫০২১ শালিমার–গোরক্ষপুর সাপ্তাহিক এক্সপ্রেস ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ১৮০২৯ মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস – শালিমার কুরলা এক্সপ্রেস ১৯ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ১২১৫১ মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস–শালিমার সমরাস্তা এক্সপ্রেস ১৯ নভেম্বর অবধি বাতিল হয়েছে৷
- ট্রেন নং ১২১৫২ শালিমার–মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস সমরাস্তা এক্সপ্রেস ২১ নভেম্বর অবধি বাতিল করা হয়েছে৷
- ট্রেন নং ২০৯৭১ উদয়পুর শহর – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ১৫ নভেম্বর বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ২০৯৭২ শালিমার – উদয়পুর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস ১৬ নভেম্বর বাতিল করা হয়েছে।