টার্গেটে রেখেই এই দুর্ধর্ষ বোলারকে ১৮ কোটিতে কিনে নিল KKR

Ex CSK Bowler In Kolkata Knight Riders IPL 2026 Auction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের IPL নিলামে বলে বলে বাজিমাত করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রাখার ফয়দা তুলতে এক চুলও ভুল হচ্ছে না শাহরুখ খানের এই দলের। মঙ্গলবার নিলাম শুরু হতেই প্রথমে নজরে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ড ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখ টাকায় কিনে নেয় KKR। তারপরই উইকেট কিপার ব্যাটসম্যান ফিন অ্যালেনকে 2 কোটি টাকায় ঘরে তোলে কলকাতা। আর তারপরই দীর্ঘ দর কষাকষির পর্ব কাটিয়ে নজরে থাকা দুর্ধর্ষ বোলার শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে কিনে নিল KKR ফ্রাঞ্চাইজি।

নজরে রেখেই লঙ্কান পেসারকে কিরে নিল KKR

রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই জল্পনা বেড়েছিল, মহেন্দ্র সিং ধোনির দলের তরফে ছেড়ে দেওয়া লঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে মোটা টাকায় কিনে নেবে কলকাতা নাইট রাইডার্স। যা নিয়ে এক প্রকার ঝড় উঠেছিল ক্রিকেট মহলে। তবে চুপ ছিল নাইট ম্যানেজমেন্ট। আসলে মুখে বেশি না বলে কাজে করে দেখা দেখাতে বিশ্বাসী সোনালী বেগুনি দল। সেটাই হল মঙ্গলের দুপুরে।

এদিন, উইকেট কিপার ব্যাটসম্যানকে কেনার পর শ্রীলঙ্কার জোরে বোলার পাথিরানাকে নিয়ে শুরু হয়েছিল তুমুল দরকষাকষি। সেখানেই নাম লেখায় কলকাতা নাইট রাইডার্স। অন্যান্য দলগুলির সাথে লড়াইয়ের টিকে থেকে শেষ পর্যন্ত নিজেদের পছন্দের প্লেয়ারকে কিনে নিল KKR। একেবারে 18 কোটি টাকায় নাইট শিবিরের যোগ দিচ্ছেন লঙ্কান পেসার। না বললেই নয়, এদিন CSK থেকে বাদ পড়া এই বোলারকে কেনার জন্য দর দিয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার LSG এই তারকাকে কিনতে শেষ পর্যন্ত 15.8 কোটি টাকাতেও রাজি হয়ে যায়। তবে প্রতিপক্ষ দলের সেই স্বপ্ন পূরণ হতে দিল না KKR।

অবশ্যই পড়ুন: ভেঙ্কটেশকে অল্প দামে কেনার স্বপ্ন চুরমার KKR-র! আইয়ারকে ৭ কোটিতে দলে নিল কোহলির RCB

উল্লেখ্য, জোরে বোলার পাথিরানাকে কেনার স্বপ্ন পূরণ না হলেও কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন পেসার তথা দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এনরিখ নরকিয়াকে দর কষাকষির শেষ বেলায় কিনে নিয়েছে LSG। পুরো 2 কোটি টাকার বিনিময়ে লখনউ দলে গেলেন নাইট প্রাক্তনী। ওদিকে বেস প্রাইসে কুইন্টন ডিকককে কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Leave a Comment