টিকিটের ফাইন ঢুকল TTE-র ব্যক্তিগত UPI-তে! প্রশ্নের মুখে ভারতীয় রেল

সৌভিক মুখার্জী, কলকাতা: রেল সফর করার সময় টিকিট হারিয়ে গেলে জরিমানা গুনতে হয়। তবে জরিমানার (Railway Fine) টাকা যদি কোনো রেল কর্মীর ব্যক্তিগত ইউপিআই অ্যাকাউন্টে ঢোকে তাহলে কেমন লাগবে? হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনে-আকুরদি লোকাল ট্রেন রুটে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রেল দপ্তরের নির্ধারিত নিয়ম ঠিক কী রয়েছে?

কী ঘটেছিল সেই দিন?

গত সোমবারের ঘটনা। পুনে স্টেশন থেকে আকুরদি পর্যন্ত লোকাল ট্রেনে শুভম রাঠি নামের এক যাত্রী সফর করছিল। যাত্রার মাঝপথে তার টিকিট হারিয়ে যায়। এরপর আকুরদি স্টেশনে তাকে টিকিট পরীক্ষকরা 510 টাকা জরিমানা করে। তবে সমস্যা শুরু হয় তখনই, যখন ডিউটিতে থাকা টিকিট পরীক্ষক তাকে বলে জরিমানার টাকা গুগল-পে’র মাধ্যমে পাঠাতে হবে তার ব্যক্তিগত ইউপিআই নম্বরে।

পরে শুভম রাঠি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য তুলে ধরে জানিয়েছেন যে, আমি কোনোরকম আপত্তি না করে টাকা পাঠিয়ে দিই। তবে পরে ভাবি যে, ব্যক্তিগত ইউপিআই’তে রেল কীভাবে জরিমানা নিতে পারে? আর এই প্রশ্ন উঠতেই শুরু হয় বিতর্ক।

রেল দপ্তরের প্রতিক্রিয়া

তবে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন পুনে রেল বিভাগের মুখপাত্র হেমন্তকুমার বেহেরা। তিনি বলেছেন, সেদিন রেলের অনলাইন জরিমানা আদায়ের পোর্টালে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছিল। ওই যাত্রীর কাছে নগদ টাকাও ছিল না। ফলে পরিস্থিতির চাপে পড়েই ওই টিকিট চেকার তার ব্যক্তিগত ইউপিআই’তে জরিমানার টাকা নেন।

এমনকি তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই কাজ রেল দপ্তরের নিয়মের মধ্যেই। যদিও পরে যাত্রীকে ইলেকট্রনিক ফাইল টিকিট প্রদান করা হয় এবং সেই টাকা রেলের নির্দিষ্ট রশিদ নম্বর MR UFV22071478 অনুযায়ী সরকারি খাতে জমা পড়েছে।

আরও পড়ুনঃ লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, ফের রেল দুর্ঘটনা ওড়িশায়

রেল জানিয়েছে, এই ঘটনার জেরে সংশ্লিষ্ট কর্মীকেও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সমস্ত রেল কর্মীদের জানানো হয়েছে, যেকোনো পরিস্থিতিতেই ব্যক্তিগত ইউপিআই’তে জরিমানা গ্রহণ করা যাবে না। এই ধরনের কাজ রেলের অর্থনৈতিক স্বচ্ছতা এবং যাত্রীদের বিশ্বাসকে আঘাত করতে পারে।

পাশাপাশি পুনে রেল ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এরকম ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোকে আরো জোরদার করা হচ্ছে। পাশাপাশি জরুরি অবস্থায় কীভাবে বিকল্প পথ খোলা যায়, সে বিষয়েও রেল কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

Leave a Comment