টিকিট কেটেও মেলেনি দেখা, ভক্তদের ক্ষোভে উত্তাল যুবভারতী! কলকাতা ছাড়ছেন মেসি

Messi Kolkata Visit huge chaos Vivekananda Yuva Bharati Krirangan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলের মক্কা মেসিময়। দ্বিতীয়বারের জন্য শহর কলকাতায় পা রাখলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Messi Kolkata Visit)। নির্ধারিত সূচি মেনে লেকটাউনে নিজের 70 ফুটের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধনের পাশাপাশি বিশেষ স্বীকৃতির জন্য সকলকে ধন্যবাদ জানালেন লিও। সেই সাথে যুবভারতীতে সংবর্ধনা অনুষ্ঠানের সাথে সাথেই গোটা যুবভারতী প্রদক্ষিণ করলেন ফুটবলের রাজপুত্র। মাঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যেও হাত নাড়ালেন তিনি। এদিনই লিওর হাতে তুলে দেওয়া হল মোহনবাগানের ঐতিহাসিক জার্সি। আর এই সব শেষেই দুপুর 12টা নগাদ মেসিকে মাঠ থেকে সরিয়ে দিতেই ক্ষোভে পেটে পড়লো গ্যালারি।

মেসি মাঠ ছাড়তেই উত্তপ্ত যুবভারতী

শনিবার নির্ধারিত সময়ে তিলোত্তমার বুকে একে একে নিজের কর্মসূচি সেরেছেন আর্জেন্টাইন মহাতারকা। সকাল থেকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশিই যুবভারতীতে প্রীতি ম্যাচ সহ একাধিক রঙিন মুহূর্তের সাক্ষী থাকার পর বেলা গড়াতেই বিশ্বজয়ী ফুটবলারকে যুবভারতী থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর সেটা জানার পরই একেবারে ক্ষোভে ফেটে পড়েন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা।

গ্যালারি জুড়ে ভেসে ওঠে তুমুল চিৎকার। উপর থেকে বোতল ছুঁড়তে শুরু করলেন ভক্তরা। শুধু তাই নয়, সূত্রের খবর লিওকে সরিয়ে নিয়ে যাওয়ায় রাগে অগ্নি শর্মা ভক্ত মহল শেষ পর্যন্ত ক্রোধের বশে মেসির জন্য নিয়ে আসা ব্যানার ছিঁড়ে ফেলেন বলেও অভিযোগ। সবমিলিয়ে একপ্রকার উত্তাল শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গন। কিন্ত হঠাৎ কেন এমন প্রবল ক্ষোভ দেখাতে শুরু করলেন ভক্তরা? এ প্রসঙ্গে কয়েকজনের বক্তব্য, “হাজার হাজার টাকা খরচা করে আর্জেন্টাইন ফুটবলারকে দেখতে এসেছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি তাঁকে মাঠ থেকে সরিয়ে ফেলা হবে এটা ভাবিনি।”

এ প্রসঙ্গে আরেকজনের বক্তব্য, “সবটাই টাকার জন্য করা হচ্ছে। বুদ্ধি করে টিকিটের দাম তুলে নিয়ে এখন মেসির সময়সীমা কমানোর চেষ্টা করছেন উদ্যোক্তারা। এটা একেবারেই ঠিক নয়।” কাজেই বোঝাই যাচ্ছে, শুধুমাত্র পছন্দের ফুটবলার মেসিকে দেখতে হাজার হাজার টাকা খরচা করে এসে লিওর কিছু মিনিটের দেখা পেয়েছেন তারা। আর সেটাই ভক্ত সমর্থকদের ক্ষোভের প্রধান কারণ। কারও অভিযোগ, টিকিট কেটেও লিওর দেখা পাননি তারা।

অবশ্যই পড়ুন: স্বামী বাংলাদেশি, স্ত্রী মায়ানমার বাসিন্দা! পরিচয় লুকিয়ে কাকদ্বীপে অনুপ্রবেশকারীর বসবাস

প্রসঙ্গত, যুবভারতীতে হঠাৎ বিশৃঙ্খলা। ভক্ত সমর্থকদের প্রবল ক্ষোভের মুখে তড়িঘড়ি মেসিকে বের করা হল যুবভারতী থেকে। সূত্রের খবর, পরবর্তীতে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল আর্জেন্টাইন ফুটবলারের। তবে শোনা যাচ্ছে, নিরাপত্তার কথা ভেবে নির্ধারিত সময়ের আগেই কলকাতা ছাড়ছেন মারাদোনার দেশের ফুটবলার।

Leave a Comment