সহেলি মিত্র, কলকাতাঃ যাত্রীর কাছে টিকিট চাওয়াই কাল হল টিকিট পরীক্ষকের। টিকিটের বদলে গরম ঘুগনির ছ্যাঁকা খেলেন মহিলা টিকিট পরীক্ষক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বারুইপুরের মতো ব্যস্ততম রেলওয়ে স্টেশনে (Baruipur Station)। আরও বিশদে জানতে নজর রাখুন লেখাটির ওপর।
টিকিট চাওয়ায় পরীক্ষকের গায়ে ঘুগনি ছোঁড়ার অভিযোগ
এমনিতেই প্রায়শই শোনা যায় ট্রেনে টিকিট না কেটে যাত্রা করছেন যাত্রী। এদিকে ধরা পড়লে তাঁদের উপযুক্ত শাস্তি অবধি দেওয়া হয়। স্টেশনে স্টেশনে ঘোষণা করা হয়, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। তারপরেও এমন বহু যাত্রী রয়েছেন যারা এই কথাটিকে কানে তোলেন না। তবে এমন একটি ঘটনা যে ঘটবে সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, সইদা বিবি নামের একজন মহিলা ঘুগনি খাচ্ছিলেন। সেইসময়ে টিকিট পরীক্ষক তাঁর কাছে টিকিট চাইলে একদম চোখ লক্ষ্য করে সইদা বিবি গরম ঘুগনি ছুঁড়ে দেন। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার তীব্রতা এতটাই ছিল যে খোদ ওই মহিলা টিকিট পরীক্ষক হকচকিয়ে যান। ওই মহিলা টিকিট পরীক্ষকের নাম পূজা কুমারী। তাঁর শুধু ‘দোষ’ ছিল মহিলা যাত্রীর কাছে উপযুক্ত টিকিট চাওয়া। কিন্তু সেটার বদলে পূজা কুমারীর সঙ্গে যে এমন ঘটনা ঘটবে সেটা হয়তো স্বপ্নেও তিনি কল্পনা করতে পারেননি।
আরও পড়ুনঃ শিয়ালদা-বনগাঁ AC লোকালে টিকিটবিহীন যাত্রী! ধরা পড়লেন ৯ জন
শনিবার দুপুরে বারুইপুর জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। সেইসময় ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে টিকিট পরীক্ষা করতে যান টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযোগ, সেই সময় অভিযুক্ত মহিলা ও তাঁর এক সঙ্গী কামরায় বসে গরম ঘুগনি খাচ্ছিলেন। পূজা দেবী তাঁদের টিকিট চাইতেই আচমকা ওই মহিলা তাঁর মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারেন। স্বাভাবিকভাবেই চিৎকার শুরু করেন পূজা দেবী। চোখ-মুখে জ্বালা নিয়ে তিনি ছটফট করতে থাকেন। ট্রেনের অন্যান্য যাত্রীরা ছুটে এলে পরিস্থিতি আরও সরগরম হয়ে ওঠে। এরকম ঘটনার পরেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন পূজা কুমারী।
আটক ১
অভিযুক্ত সইদা বিবিকে ট্রেন থেকে তৎক্ষণাৎ নামিয়ে আনেন পূজা। অভিযুক্ত যদিও দাবি করেছেন, তিনি ভুল করে ফেলেছেন। কিন্তু টিকিট পরীক্ষক পূজা কুমারী স্পষ্ট জানিয়েছেন, তিনি অভিযুক্তর উপযুক্ত শাস্তি চান। শেষ পাওয়া যাইহোক, ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর জিআরপিএস।