টিজারে Pixel 10 Pro Fold-র ডিজাইন দেখাল Google, লঞ্চের আগে জানুন বিশেষত্ব

Pixel 10 Pro Fold

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারো চমক দিল গুগল। হ্যাঁ, এবার তারা ফ্লাগশিপ স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে বাজারে। আগামী 20 আগস্ট মেড ইন গুগল ইভেন্ট অনুষ্ঠিত হবে। আর সেখানেই আত্মপ্রকাশ করবে Google Pixel 10 Series। জানা যাচ্ছে, ইতিমধ্যে কোম্পানিটি টিজার ভিডিওতে নতুন বুক স্টাইল ফোল্ডেবল ফোন Pixel 10 Pro Fold দেখিয়েছে। আর ভিডিওতে ফোনটির একাধিক আকর্ষণীয় ডিজাইন ও ফিচার ধরা পড়েছে, যা এখন বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

টিজার ভিডিওতে কী দেখা গিয়েছে?

গুগল তাদের টিজার ভিডিওতে ফোল্ডেবল ফোন Pixel 10 Pro Fold-এর চেহারা সম্পর্কে কিছুটা হলেও দেখিয়েছে। হ্যাঁ, এই ফোনের পিছনের দিকে রয়েছে রেইজড ক্যামেরা আইল্যান্ড যা একেবারে বইয়ের মতো ভাঁজ করা যাচ্ছে। এমনকি ফোনের উপর এবং নীচে রয়েছে অ্যান্টেনা ব্যান্ড।

আর পুরো ডিজাইনে রয়েছে রাউন্ডার কর্নার, যা আগের মডেলের তুলনায় কিছুটা স্মার্ট লুক দিচ্ছে। আর ডানদিকে থাকবে পাওয়ার এবং ভলিউম বাটন ও বামদিকে ফাঁকাই থাকছে। স্ক্রিনে দেখা গিয়েছে হোল পাঞ্চ সেলফি ক্যামেরা, যেটি এক্কেবারে ডানপাশে বসানো। আর সবথেকে বড় বিষয়, টিজারের ওয়ালপেপার থেকে জানা যাচ্ছে যে, ফোনটিতে আসতে পারে এক্কেবারে নতুন Moonstone কালার অপশন।

রয়েছে Pixel 9 Pro Fold-এর সঙ্গে সাদৃশ্য

তবে প্রথম দেখায় Pixel 10 Pro Fold অনেকটাই আগের Pixel 9 Pro Fold-এর মতো দেখতে মনে হলেও সূক্ষ্ম কিছু পরিবর্তন আনা হয়েছে, যা নজর কাড়ছে এখনকার প্রজন্মের গ্রাহকদের। হ্যাঁ, বিশেষ করে ক্যামেরা আইল্যান্ড ও কর্নার ডিজাইন নতুন মাত্রা যোগ করেছে, যার ফলে এই ফোনের চাহিদা আরো বৃদ্ধি পাবে। 

আরও পড়ুনঃ রবিবার ভারতে ফিরছেন শুভাংশু শুক্লা, সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে

তবে উল্লেখ্য জানিয়ে রাখি, এটাই কিন্তু দেশের প্রথম টিজার নয়। গত মাসে গুগল এমন একটি ভিডিও শেয়ার করেছিলে, যেখানে Pixel 10 Pro Fold -এর নাম এবং ডিজাইনও প্রকাশ পেয়েছিল। আর এ মাসের শুরুতে কোম্পানিটি অ্যাপলের দিকে খোঁচা দিয়ে জানিয়েছিল যে, Siri-তে Apple Intelligence ফিচার চালু হতে দেরি হচ্ছে, যা নিয়ে টেক দুনিয়ায় যথেষ্ট হইচই।

এখন শুধুমাত্র 20 আগস্টের জন্য অপেক্ষা। কারণ এদিনই মেড বাই গুগল ইভেন্টের পর্দায় উঠে আসবে Pixel 10 Pro Fold-এর সমস্ত রহস্য। কিন্তু টিজারে দেখে এক কথায় বলা যায় যে, Pixel 10 Pro Fold ফোন বাজারে এবার নতুন মাত্রা যোগ করবে।

Leave a Comment