বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 9 সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের 17তম সংস্করণ। বহু প্রতীক্ষিত এই টুর্নামেন্টটিতে এ বছর অংশগ্রহণ করছে মোট 8টি দল। প্রথম আসরে মুখোমুখি হবে হংকং এবং আফগানিস্তান। এশিয়া কাপকে মাথায় রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারত সহ বাকি দলগুলিও। এই আসরে আগামী 10 সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এরপর 14 তারিখ পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতের। কিন্তু কোথায় দেখবেন এশিয়া কাপের ম্যাচ (Asia Cup 2025 Live Streaming)? কীভাবে ঘরে বসেই অনলাইনে ভারত-পাক ভোল্টেজ ম্যাচ দেখা যাবে?
এশিয়া কাপ ম্যাচের ভেন্যু এবং সময়
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী এ বছর এশিয়া কাপের ম্যাচগুলি গড়াবে সংযুক্ত আরব আমিরশাহীতে। UAE-র দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবি স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচ সহ, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বলে রাখি, পূর্বের সূচি অনুযায়ী, এশিয়া কাপের ম্যাচগুলি শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। তবে সংযুক্ত আরব আমিরশাহীর আবহাওয়া অর্থাৎ প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে ম্যাচের সময় আধঘন্টা পিছিয়ে আনা হয়েছে। অর্থাৎ এশিয়া কাপের ম্যাচগুলি গড়াবে ভারতীয় সময় রাত 8টা থেকে। বলে রাখি, UAE বনাম ওমানের 15 সেপ্টেম্বরের ম্যাচটি আগের সময় অর্থাৎ সন্ধ্যা সাড়ে সাতটাতেই শুরু হবে (ভারতীয় সময়)।
সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ কবে কবে?
এশিয়া কাপের এবারের আসরে সুপার ফোর স্টেজে 20 সেপ্টেম্বর B1 বনাম B2 দলের ম্যাচ রয়েছে। এরপর 21 সেপ্টেম্বর A1 বনাম A2 দলের ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও, 23 সেপ্টেম্বর A2 বনাম B1 দলের ম্যাচ, 24 সেপ্টেম্বর A1 বনাম B2 দলের ম্যাচ, 25 সেপ্টেম্বর A2 বনাম B2 দলের ম্যাচ এবং 26 সেপ্টেম্বর A1 বনাম B1 দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। সব শেষে আগামী 28 সেপ্টেম্বর গড়াবে এশিয়া কাপের মহা ফাইনাল।
কোথায় দেখা যাবে এশিয়া কাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আসন্ন এশিয়া কাপের শুরু থেকে শেষ অর্থাৎ 9 সেপ্টেম্বরের আফগানিস্তান বনাম হংকং ম্যাচ, 10 সেপ্টেম্বরের ভারত বনাম UAE ম্যাচ এমনকি 14 সেপ্টেম্বরের ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ সহ এশিয়া কাপের গ্রুপ পর্ব, সুপার ফোরের সমস্ত ম্যাচ এবং ফাইনালের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি লিভ অ্যাপে। এছাড়াও টিভিতে সনি স্পোর্টস নেটওয়ার্কে এশিয়া কাপের সমস্ত ম্যাচ দেখতে পাবেন দর্শকরা।
বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচ?
বলে রাখা ভাল, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফি এমনকি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ত্ব ছিল Jio হটস্টারের হাতে। তবে এশিয়া কাপের সমস্ত ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব কিনেছে সনি নেটওয়ার্ক। কাজেই, এশিয়া কাপের ম্যাচগুলি দেখতে হলে সনি লিভ অ্যাপ বা সনি নেটওয়ার্কে অর্থ খরচ করেই দেখতে হবে দর্শকদের। যদিও বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম বিনামূল্যে এশিয়া কাপের ম্যাচ দেখার সুবিধা দিচ্ছে।
অবশ্যই পড়ুন: মহিলাকে গণধর্ষণের চেষ্টা, বর্ধমানে গ্রেফতার ৩ তৃণমূল কর্মী!
উল্লেখ্য, আসন্ন 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি বছর এশিয়া কাপ গড়াতে চলেছে 20 ওভারের ফরম্যাটে। কাজেই এবারের এশিয়া কাপে চার, ছয়ের বন্যা দেখতে মুখিয়ে রয়েছেন দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমী মানুষজন।