টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই গম্ভীরকে ছাঁটাই করতে পারে BCCI

BCCI On Gautam Gambhir he May Sacked After T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার পরাজয়ের পর গৌতম গম্ভীরের সিংহাসন একপ্রকার টলোমলো! প্রথমে ইডেন টেস্টে 30 রানে পরাজয়ের পর গুয়াহাটিতে 408 রানের বিরাট ব্যবধানে ভারতকে হোয়াইটওয়াশ করে ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার এমন দুর্দশা দেখে গম্ভীরের সমালোচনা না করে পারছেন না ভক্তরা। এমতাবস্থায়, প্রধান কোচের এক বক্তব্য নিয়ে বেজায় চটে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI On Gautam Gambhir)! প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কি ছাঁটাই করা হবে গুরু গম্ভীরকে?

গম্ভীরের বক্তব্যে চটেছে BCCI!

ক্রিকেটের নন্দনকানন ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে ধেরিয়েছে ভারতের ব্যাটিং অর্ডার। তা সত্ত্বেও গৌতম গম্ভীর বলেছিলেন, ভারতীয় দল যেমন পিচ চেয়েছে ইডেনে ঠিক তেমন পিচই ছিল। এক কথায়, তিনি ইডেনের কালো মাটির পিচকে সমর্থন করেছিলেন। আর এই সমর্থনের কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ডের রোষের মুখে পড়তে হলো তাঁকে! কলকাতার ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দল মুখ থুবড়ে পড়ার পরও ইডেন নিয়ে গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, “এটা সেই পিচ যা আমরা চেয়েছিলাম। কিউরেটর আমাদের খুব সাহায্য করেছেন। আমরা যা চেয়েছিলাম তাই দেওয়া হয়েছে। এখন ভাল খেলতে না পারলে এমনটাই ঘটবে।”

প্রধান কোচের এমন বক্তব্যকে একপ্রকার কাঠগড়ায় তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা! বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গৌতম গম্ভীরের এমন মন্তব্য একেবারেই মেনে নিতে পারছে না BCCI! কারণ, ইডেন টেস্টের পর গুয়াহাটিতে একেবারে আলাদা পিছে খেলতে নেমেছিল ভারত, যেখানেও ব্যাটিং অর্ডারের ব্যর্থতা নিয়ে ডুবতে হয়েছিল গম্ভীরের দলকে। কাজেই মুখে ব্যর্থতা ঢাকার চেষ্টা করলেও জাতীয় দলের ব্যর্থতার মধ্যে দিয়ে বারবার গম্ভীরের ভুল স্ট্রাটেজি এবং অসফলতাই আলগা হয়ে যাচ্ছে।

অবশ্যই পড়ুন: U-19 এশিয়া কাপের দল ঘোষণা BCCI-র, বৈভব নন অধিনায়ক হলেন ইনি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই গম্ভীরকে ছাঁটাই করবে BCCI?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিকল্পের অভাব থাকায় ব্যর্থতা সত্বেও এখনই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে দায়িত্ব থেকে সরিয়ে ফেলবে না BCCI। এ প্রসঙ্গে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন, “গম্ভীরকে সরিয়ে ফেলার কোনও সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না। তার সাথে 2027 পর্যন্ত চুক্তি রয়েছে আমাদের। তবে সামনেই একটি মিটিং আছে, সেখানে তাঁকে নিয়ে সিদ্ধান্ত হতে পারে।” সূত্রের দাবি, এখনই ভারতীয় দলের দায়িত্ব থেকে বরখাস্ত করা না হলেও চলতি বছরের শেষের দিকে গম্ভীরের পদ প্রশ্নের মুখে দাঁড়াতে পারে।

বোর্ডের কয়েকটি সূত্র দাবি করছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতার পর আসন্ন 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপেই অগ্নিপরীক্ষা দিতে হতে পারে গম্ভীরকে। অর্থাৎ এই আসরে ভারত যদি ভাল পারফর্ম না করে এক কথায় ব্যর্থ হয় তবে সেটাই ভারতীয় দলে গম্ভীরের শেষ দিন হতে পারে। সবমিলিয়ে, এই মুহূর্তে গম্ভীর যে বাদ পড়ছেন না সেটা বলাই যায়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার না করতে পারলে গম্ভীরকে ছাঁটাই করে দেবে BCCI!

Leave a Comment