বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বিজয় হাজারেতে সফলতা পাচ্ছেন একের পর এক ভারতীয় ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দিনেই রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ সহ বহু নামি-অনামি ক্রিকেটার ব্যাটে ঝড় তুলে সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে 77 করলেন কোহলি। তবে আজ শূন্য নিয়ে ফিরতে হয়েছে রোহিত শর্মাকে। এদিকে হিটম্যান গোল্ডেন ডাক পেলেও কামাল দেখালেন ভারতীয় দলের আরেক সদস্য। হ্যাঁ, সদ্য 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা করে নেওয়া রিঙ্কু সিং (Rinku Singh) এবার বিজয় হাজারেতে কেরামতি দেখিয়ে শতরান করলেন। তাতে বিশ্বকাপের আগে একপ্রকার শক্তি পেল ভারত।
56 বলে দুরন্ত সেঞ্চুরি করলেন রিঙ্কু
শুক্রবার, বিজয় হাজারের ম্যাচে নেমে চন্ডিগড়ের বোলারদের একেবারে পিটিয়ে ছাতু করেছিলেন রিঙ্কু সিং। এদিন ব্যাট হাতে, সমস্ত ব্যর্থতাকে ধুয়ে মুছে সাফ করেন কলকাতা নাইট রাইডার্স দলের যোগ্য ফিনিশার। আজ 5 নম্বরে ব্যাট করতে নেমে বেশি সময় না নিয়েই বাউন্ডারি ওভার বাউন্ডারিতে প্রতিপক্ষকে উচিত শিক্ষা দিচ্ছিলেন রিঙ্কু। গত ম্যাচে 48 বলে 67 রানের বেশি তুলতে পারেননি তিনি। তাই সেঞ্চুরির অপ্রাপ্তি ঘোঁচাতে শুক্রবার ব্যাট হাতে একেবারে তান্ডব চালালেন ভারতীয় ক্রিকেটার।
তাতে শেষ পর্যন্ত 56 বলে সেঞ্চুরি পেলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের ব্যাটসম্যান। এদিন 60 বলে 11টি চার এবং 4টি ছয় সহযোগে 106 রানের অপরাজিত ইনিংস খেলেন রিঙ্কু। বলাই বাহুল্য, চন্ডিগড় দলের বিরুদ্ধে ভারতীয় তারকার এই ইনিংস তাঁর লিস্ট এ ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় শতরান। শুধু তাই নয়, আজকের ইনিংসটাই রিঙ্কু সিংয়ের কেরিয়ারের সর্বোচ্চ স্কোর।
অবশ্যই পড়ুন: অনুশীলনের পর্যাপ্ত বল না পেয়ে রেগে মাঠ ছাড়লেন দুই কোচ, BPL-এ চূড়ান্ত নাটক!
অনেকেই বলছেন, বিজয় হাজারেতে যেভাবে ব্যাঠা হাতে জ্বলে উঠলেন রিঙ্কু। তাতে বোঝাই যাচ্ছে আগামী t20 বিশ্বকাপে ভারতের হয়ে রুদ্রমূর্তি ধরতে পারেন তিনি। শুধু তাই নয়, রিঙ্কুর এই ফর্ম দেখে খুশি হবে দল কলকাতা নাইট রাইডার্সও। ক্রিকেট মহলের অনেকেরই দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং IPL এর আগে নিজের ক্ষমতার একটা ঝলক দেখালেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়া রিঙ্কু।