বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে ইতি টেনেছে ভারত। এবার শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের (India Vs Australia) যাত্রা। তার জন্যই চূড়ান্ত পর্বের প্রস্তুতি সারছেন সূর্যকুমার যাদবেরা। আগামী 29 অক্টোবর থেকে শুরু হচ্ছে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর তার আগেই অস্ট্রেলিয়ার চিন্তা বাড়িয়েছেন তারকা স্পিনার অ্যাডাম জাম্পা। মূলত ব্যক্তিগত কারণে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না এই তারকা। ফলে, ইতিমধ্যেই তাঁর বিকল্প হিসেবে তানভীর সাঙ্গা নামক এক অনামি ক্রিকেটারকে দলে টেনেছে অস্ট্রেলিয়া।
কেন ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারবেন না জাম্পা?
ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, শীঘ্রই বাবা হতে চলেছেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। মূলত ব্যক্তিগত কারণে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেই চারটি উইকেট তুলে নেন এই তারকা স্পিনার। একইভাবে পরিবারকে সময় দেওয়ার কারণেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে উপস্থিত থাকতে পারছেন না তিনি। বলে রাখি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি কিন্তু অ্যাডাম জাম্পাই। বর্তমানে তার উইকেট সংখ্যা 131।
ভাল ছন্দে রয়েছেন তানভীর সাঙ্গা
ভারতের বিপক্ষে সবেমাত্র অস্ট্রেলিয়া এ দলে ভিড়েছেন তানভীর সাঙ্গা । যদিও অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সব রেকর্ড রয়েছে এই অনামি ক্রিকেটারের। মনে করা হচ্ছে সেই সব রেকর্ড দেখেই অস্ট্রেলিয়া দলে জাম্পার বিকল্প হিসেবে তাঁর ডাক পড়েছে। বলা বাহুল্য, আজ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে এই বোলার মোট 7টি টি-টোয়েন্টি খেলেছেন, যেই আসরে তাঁর উইকেট সংখ্যা 10। তাছাড়াও বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের। এবার খেলবেন ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে। না বললেই নয়, তানভীর একজন ভারতীয় বংশোদ্ভুত। অনেকেই জানেন না, এই তানভীরের বাবা যোগা সাঙ্গা অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে বেশ কয়েক বছর ট্যাক্সিও চালিয়েছিলেন।
অবশ্যই পড়ুন: বাংলাদেশের মানচিত্রে ভারতের রাজ্য! পাক সেনাকর্তাকে এ কী উপহার দিলেন ইউনূস?
প্রসঙ্গত, ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি আগামী 29 অক্টোবর ক্যানবেরাতে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ম্যাচ গড়াবে 31 অক্টোবর মেলবোর্নে। পরবর্তী টি-টোয়েন্টি রয়েছে 2 নভেম্বর হেবার্টে। এছাড়াও আগামী 6 এবং 8 নভেম্বর ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টি যথাক্রমে গোল্ড কোস্ট এবং ব্রিসবেনে গড়াবে। যেই ম্যাচগুলির জন্য একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।