বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার আগে আজ থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজে (India Vs South Africa) বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দলই। ওয়ানডের পর 20 ওভারের সীমিত ফরম্যাটেও দক্ষিণ আফ্রিকাকে বধ করতে চাইছে টিম ইন্ডিয়া। সেই মতোই শেষ পর্বের প্রস্তুতি সেরে ফেলেছেন সূর্যকুমার যাদবরা। এমতাবস্থায়, ম্যাচ শুরুর আগেই জসপ্রীত বুমরাহকে নিয়ে সতর্কতা পেলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্য।
টি-টোয়েন্টি সিরিজের আগে বুমরাহকে নিয়ে সতর্কতা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 20 ওভারের সিরিজের প্রাক্কালে জসপ্রীত বুমরাহকে নিয়ে সতর্ক করলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেল। এই ভারতীয় তারকা বিশ্বাস করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 20 ওভারের সিরিজে অনেক ভেবেচিন্তে কৌশলগতভাবে ব্যবহার করতে হবে বুমরাহকে। পার্থিব এই সিরিজটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি বলে অভিহিত করেছেন।
তাঁর মতে, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স আপ হাওয়া দক্ষিণ আফ্রিকা ভারতকে হারানোর আপ্রাণ চেষ্টা করবে। তাই এই দলের বিরুদ্ধে এবারের টি-টোয়েন্টি সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানেই আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিটাও বেশ ভাল হওয়া দরকার। এরপরই প্যাটেল বলেন, “কিছু বিষয় আছে যা নিয়ে আমি অপেক্ষা করছি। এর মধ্যে প্রথম হলো কীভাবে জসপ্রীত বুমরাহকে ব্যবহার ব্যবহার করা হচ্ছে।”
পার্থিব বলেন, “এশিয়া কাপের পর থেকে পাওয়ার প্লেতে ভারত তিন নম্বর ওভারে তাঁকে ব্যবহার করেছে। অস্ট্রেলিয়া সফরের সময়ও এটাই ছিল কৌশল। যদি তারা শেষ পর্যন্ত তাঁকে পাওয়ার প্লেতে তিন ওভার এর জন্য বোলিং করায়, তবে ডেথ ওভারের জন্য শুধুমাত্র ছটি বল অর্থাৎ একটি ওভারই পাবেন বুমরাহ। আর সেটা হবে 19 তম ওভার। তাই ভারতকে খুব সাবধানে, ওকে ব্যবহার করতে হবে।। যদি টিম ইন্ডিয়া চায় ও প্রথম দিকের তিন ওবার বল করুক সে ক্ষেত্রে অর্শদীপকে ডেথ ওভারে তাঁর সঙ্গী হতে হবে।”
অবশ্যই পড়ুন: বাদ গম্ভীরের প্রিয় পাত্র! আজ দক্ষিণ আফ্রিকাকে টাইট দিতে এই একাদশে ভরসা রাখতে পারে ভারত
অন্যান্যদের মতোই পার্থিব প্যাটেলও মনে করেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছেন। তাই তাঁকে খুব ভেবে চিন্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যবহার করতে হবে। বোলিং পরিকল্পনার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি প্রত্যাবর্তন হওয়া হার্দিক পান্ডিয়ার ফায়ারিং পারফরমেন্সের উপরেও জোর দেন তিনি। তাঁর কথায়, “হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনই আসল বিষয়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুণ খেলেছে। ও ফর্মে আছে। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পারেন তিনি। আমি তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলাম।” এদিন দুই তারকার পাশাপাশি টি-টোয়েন্টিতে ভারতের ভরসা অভিষেক শর্মার প্রশংসাও শোনা গিয়েছিল পার্থিবের গলায়।