বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতের সামনেই মাথা নোয়াতে হলো বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen)। ভারতের অর্জুন ইরিগাইসির সামনে লড়াই চালিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারতে হল তাঁকে। তাতে রাগ সামলাতে পারলেন না এই বিদেশী দাবাড়ু। রেগে গিয়ে টেবিল চাপড়ালেন কার্লসেন। তবে এবারের জন্য রক্ষা পেয়েছে টেবিলটি।
সময়ের কাছে হারলেন কার্লসেন
কাতারের রাজধানী দোহায় গড়িয়েছিল ওয়ার্ল্ড ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপ। সেখানেই ভারতের গ্র্যান্ডমাস্টার ইরিগাইসির কাছে একেবারে গোহারা হরিতে হল কার্লসেনকে। প্রশ্ন থাকে কেন? দাবার বোর্ডে একেবারে শেষ মুহূর্তে চাল দেওয়ার আগেই সময় ফুরিয়ে গিয়েছিল কার্লসেনের। কী চাল দেবেন ভেবেই উঠতে পারছিলেন না এই ভারতীয়। তাতে সময়ের কাছে পরাস্ত হয়ে শেষ পর্যন্ত টেবিল চাপড়ান তিনি।
অবশ্যই পড়ুন: শুভমন গিলের বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দেওয়ার পথে স্মৃতি মান্ধানা!
বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে যতবার দাবার বোর্ডে ব্যর্থতা ঘিরে ধরেছে এই বিশ্ব চ্যাম্পিয়নকে ততবারই নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। এর আগে র্যাপিড বিভাগে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের কাছে হেরে যাওয়ার পর হঠাৎ তাঁর ব্লেজার চেপে ধরেন এই গ্র্যান্ডমাস্টার। শুধু তাই নয়, পরবর্তীতে পরাজয় মেনে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় এক ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়েও সরিয়ে দিতে দেখা গিয়েছিল তাঁকে।
অবশ্যই পড়ুন: বিদেশে ছেলের নামে অগাধ প্রপার্টি! কত টাকার সম্পত্তি রেখে গেলেন খালেদা জিয়া?
দাবার আসরে কার্লসেন এবছর পরাজয় দেখেছেন বারবার। 2025 এর একেবারে শুরুর দিকে ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশের কাছে পরাজয়ের পর হঠাৎ রাগ সামলাতে না পেরে টেবিল ভেঙেই ফেলেছিলেন তিনি। ভারতের এক নম্বর ইরিগাইসির কাছে হারের পর ফের রেগে অগ্নিশর্মা হয়ে যেতে দেখা গেল কার্লসেনকে। এদিনও নিজের মেজাজ সামলাতে পারলেন না তিনি। হাত দিয়ে জোরালো আঘাত করলেন দাবার টেবিলে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছে জড়বস্তুটি।