টেম্পো চালক থেকে Shankh Air বিমান সংস্থার মালিক! কীভাবে সফল হলেন শ্রবণ কুমার?

Shravan Kumar Vishwakarma

সৌভিক মুখার্জী, কলকাতা: টেম্পো চালক থেকেই আজ বিমান সংস্থার মালিক! হ্যাঁ, ভারতের স্টার্টআপের গল্পের অভাব নেই। তবে কিছু কিছু গল্প এমন হয় যা মানুষকে সত্যিই ভাবায়। আজ বাস্তব জীবনের এমন একজনের কথা বলব, যিনি টেম্পো ড্রাইভার থেকেই হয়ে উঠেছেন বিমান সংস্থার মালিক। আসলে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা শ্রবণ কুমার বিশ্বাসকর্মার (Shravan Kumar Vishwakarma) কথা বলছি আমরা। একসময় তিনি শহরের রাস্তায় টেম্পো চালিয়ে রোজগার করতেন। আর আজ তিনি ভারতের নতুন বিমান সংস্থা Shankh Air এর মালিক।

সাধারণ জীবন থেকেই দেখেছিলেন স্বপ্ন

আজ থেকে মাত্র ৭ বছর আগেও তাঁর জীবন ছিল একেবারেই সাদামাটা। কখনও লোডার, কখনও টেম্পুো চালিয়ে কোনওক্রমে সংসার চালাতেন তিনি। বড় কোনও ডিগ্রি বা কলেজের পড়াশোনা তাঁর কাছে ছিল না। নিজের জীবন নিয়ে তিনি নিজেই বলেছেন, আমি খুব একটা ভালো ছাত্র ছিলাম না। তবে শহরের রাস্তা আমার কাছে ছিল আসল স্কুল। অটো, টেম্পো এইসবের মধ্য দিয়েই তিনি বাস্তব জীবনের গল্প শিখেছিলেন। বন্ধুদের সঙ্গে অটো চালানো, ছোটখাটো ব্যবসা অনেক কিছুই চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কিছুতেই সফলতা পাননি। প্রতিটি ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছিলেন। কিন্তু সেই ব্যর্থতাকে কখনও তিনি হার হিসেবে দেখেননি।

আরও পড়ুন: জানুয়ারি মাসে ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দেখুন নবান্নের হলিডে লিস্ট

তাঁর জীবনের টার্নিং পয়েন্ট ছিল ২০১৪ সাল। জানা যায়, ওই বছর তিনি সিমেন্ট ব্যবসায় পা রেখেছিলেন। আর সেখান থেকে শুরু হয় TMT বার, খনন এবং ট্রান্সপোর্ট ব্যবসা। ধীরে ধীরে সেই ব্যবসা বড় হতে হতে নিজেই ট্রাকের বহর বানিয়ে ফেলেন তিনি। আর এই ব্যবসাগুলি তাঁকে আর্থিক নিরাপত্তা, বাজারে পরিচিতি আর বড় বড় স্বপ্ন দেখার সাহস দেয়। তবে আজ থেকে চার বছর আগে তাঁর মাথায় আসে এক অবিশ্বাস্য চিন্তা। তিনি ভাবেন, নিজের বিমান সংস্থা তৈরি করাই যেতে পারে। যেমন ভাবনা তেমন কাজ! সেই মতো নিয়মকানুন শেখা, DGCA ও NOC প্রক্রিয়া বোঝা, সিস্টেমে জটিলতা জানার চেষ্টাও করেন তিনি। সংবাদসংস্থাকে তিনি বলেছেন, সবকিছু একদিনে হয়নি। বরং ধীরে ধীরে শিখেছে, বুঝেছি আর আয়ত্ব করেছি।

আরও পড়ুন: অনলাইনে কাটতে পারবেন না অগ্রিম টিকিট! বদলে গেল রেলের নিয়ম

২০২৬-এ যাত্রা শুরু হবে Shankh Air-র

সূত্রের খবর, শ্রবণের স্বপ্নের সংস্থা Shankh Air ইতিমধ্যেই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এনওসি পেয়েছে। আর পরিকল্পনামাফিক ২০২৬ সালের শুরুর দিকেই হয়তো তারা পরিষেবা শুরু করতে পারে। প্রথমে তিনটি এয়ারবাস বিমান দিয়ে তারা পরিষেবা শুরু করবে। যেগুলি লখনৌ থেকে দিল্লি, মুম্বাই সহ বড় বড় শহরে পরিষেবা দেবে। এমনকি পরে আন্তর্জাতিক ফ্লাইটেও পরিষেবা দিতে চায় তিনি। তাঁর মতে, বিমান মানেই যে শুধুমাত্র ধনীদের যাতায়াতের মাধ্যম এমনটা নয়, বরং বাস বা টেম্পোর মতোই যাতায়াতের মাধ্যম হওয়া উচিত ফ্লাইট। আর সেই ভাবনাকে সামনে রেখেই Shankh Air-কে আলাদা পরিচয় দিচ্ছেন তিনি। তাঁর লক্ষ্য একটাই- সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বিমান পরিষেবা দেওয়া। এখন শুধু পরিষেবা চালু হওয়ার পালা।

Leave a Comment