সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের বারামুলা থেকে নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ (Engineer Rashid) ফের আলোচনার শিরোনাম। দিল্লির তিহার জেলের ভিতরেই তাকে ট্রান্সজেন্ডার কয়েদিরা মারধর করেছে বলে খবর। জানা যাচ্ছে, কয়েকদিন আগে মৌখিক বাকবিতণ্ডা থেকে শুরু হয়েছিল এই ঝামেলার সূত্রপাত, যা পরে হাতাহাতিতে পৌঁছেছে। যদিও তিহার কর্তৃপক্ষ জানাচ্ছে, এই ঘটনার পেছনে কোনও খুনের ষড়যন্ত্র নেই, ছোটখাটো ঝগড়া থেকেই পরিস্থিতি এরকম জায়গায় পৌঁছেছে।
জেলের মধ্যেই রাজনীতি ও উত্তেজনা
উল্লেখ্য, তিহারের 3 নম্বর জেলে ইঞ্জিনিয়ার রশিদকে রাখা রয়েছে। আর সেই জেলেই তিনজন ট্রান্সজেন্ডার বন্দি রয়েছে। কারা মহলের অন্দর মারফৎ খবর, বহুদিন ধরেই তাঁদের সঙ্গে কাশ্মীরি বন্দিদের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। রশিদের দল আওয়ামী ইত্তেহাদ পার্টি অভিযোগ করছে, জেল কর্তৃপক্ষ ইচ্ছা করেই ট্রান্সজেন্ডারদের ঢুকিয়ে রেখেছে। এমনকি দলের তরফ থেকে বলা হয়েছে, এটি পরিকল্পিত চক্রান্ত, যাতে রশিদ এবং তার সমর্থকদের জন্য জেলের ভিতর অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়।
Jailed in terror-funding, MP Engineer Rashid thrashed in Tihar Jail by transgender inmates — all because he messed with them 😂
Yes, the same Rashid who once hosted a Gaumans party in the middle of the street.
Rashid’s party claims that transgenders want to kill him. pic.twitter.com/uoXC5hsdis
— Treeni (@TheTreeni) September 6, 2025
কে এই ইঞ্জিনিয়ার রশিদ?
জানিয়ে রাখি, 2019 সালের সন্ত্রাসবাদী অর্থায়নের মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। ভারতীয় দণ্ডবিধির আওতায় তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি অপরাধমূলক ষড়যন্ত্র থেকে দেশদ্রোহিতা, সবকিছুই। জেলের ভেতর থেকেই তিনি এবারের লোকসভা নির্বাচনের ব্যাপক চমক দেখিয়েছেন। পাশাপাশি বারামুলা কেন্দ্র থেকে প্রভাবশালীন নেতাদের হারিয়ে ফের সাংসদ নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুনঃ পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ! সন্দেহর বশে পিটিয়ে খুন দুজনকে, উত্তপ্ত তেহট্ট
জেলের ভিতরই ট্রান্সজেন্ডারদের আক্রমণের শিকার রশিদ
রশিদের আইনজীবী অভিযোগ করছেন, ট্রান্সজেন্ডারদের আক্রমণ থেকে অল্পের জন্যই বেঁচে গিয়েছেন রশিদ। তবে দাবি করা হচ্ছে, একদল ট্রান্সজেন্ডার তাঁকে ধাক্কা দিয়ে ফেলে তাঁর উপর একটি গেট ছুঁড়ে মেরেছে। যদি সরাসরি আঘাত করা হত, তাহলে তা মারাত্মক হত। তবে ইঞ্জিনিয়ার রশিদ অভিযোগ করছে, তাঁর আগে কাশ্মীরের বন্দী কাশ্মীরি বন্দী আইয়ুব পাঠান, বিলাল মীর এবং আমির গোজরিও এই ট্রান্সজেন্ডারদের আক্রমণের শিকার হয়েছেন। তবে রশিদ বলেছেন, এদেরকে ইচ্ছাকৃতভাবেই তিহার জেলে বন্দিদের সঙ্গে রাখা হয়েছে।