সৌভিক মুখার্জী, কলকাতা: টেসলার পর এবার ভারতের বাজারে পা রাখতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে বিখ্যাত গ্লাস প্রযুক্তি কোম্পানি Corning। হ্যাঁ, ভারতের Optimus Infracom-এর সঙ্গে এবার হাতে হাত মিলিয়ে তারা গড়ে তুলতে চলেছে Bharat Innovative Glass Technologies নামের একটি সংস্থা (Glass Manufacturing Unit)।
জানা গিয়েছে, ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এই উদ্যোগে প্রথমবারের মতো ভারতে উচ্চমানের কভার, গ্লাস তৈরি করা হবে, যা মোবাইল ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ সহ নানা রকম ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হবে।
ভারতের প্রথমবার এই ধরণের কারখানা
উল্লেখ্য, দেশে স্মার্টফোনের ব্যবহার দিনের পর দিন বাড়ছে। আর তারই সঙ্গে কভার ও গ্লাসের চাহিদা হু হু করে বাড়ছে। এতদিন এই ধরনের প্রযুক্তি বা পণ্য আমদানি করতে হতো বিদেশ থেকে। তবে এবার দেশেই উৎপাদন হবে এইসব প্রোডাক্ট। হ্যাঁ, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডিসেম্বরের মধ্যেই উৎপাদন শুরু হবে।
In line with PM Shri @narendramodi ji’s vision of #VocalforLocal & #AtmanirbharBharat, I’m proud to launch the world’s first BIS-certified “Screen Protector” tempered glass for mobiles , a Made-in-India innovation by Optiemus Infracom Limited.
For the first time globally, BIS… pic.twitter.com/tcGn1roFwZ
— Praveen Khandelwal (@PKhandelwal_MP) August 13, 2025
উল্লেখ্য, কভার ও গ্লাস মূলত ফোনের স্ক্রিনের উপর সুরক্ষা স্তর হিসেবে কাজ করে, যাতে ফোন পড়ে গেলে স্কিন ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে। Corning Gorilla Glass বর্তমানে স্যামসাং থেকে শুরু করে শাওমি, মটোরোলা, ওপো, গুগল পিক্সেল সহ বিশ্বের 45 টিরও বেশি ব্র্যান্ডের 800 কোটির বেশি ডিভাইসে ব্যবহার করা হয়।
কীভাবে তৈরি করা হবে এই স্ক্রিন প্রটেক্টর?
উল্লেখ্য, Corning তাদের গবেষণাগারে তৈরি বিশেষ প্রযুক্তির মাধ্যমেই এই গ্লাস তৈরি করবে। এরপর Optimus তাদের নয়ডা কারখানায় এই গ্লাস প্রসেসিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করবে বলে জানা যাচ্ছে। এই প্রক্রিয়াকরণ শেষ হলে তা দেশীয় বাজারে সরবরাহ করা হবে। আর এই পুরো প্রক্রিয়া সেপ্টেম্বর বা ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই শেষ হবে।
আরও পড়ুনঃ বিতর্ক ছড়াতেই মিনিমাম ব্যালেন্স রাখার সীমা কমাল ICICI ব্যাঙ্ক
এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে যে, এই উদ্যোগ কি তাহলে স্মার্টফোনের দাম কমাবে? যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছে, দেশে যদি ক্লাস বা কভার উৎপাদন হয়, তাহলে আমদানি খরচ কিছুটা কমবে, যা শেষ পর্যন্ত ফোনের দামের উপর প্রভাব ফেলতে পারে।