বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হয়েছে ভারত। সেই যন্ত্রণাই এখন কুরে কুরে খাচ্ছে 140 কোটি জনতাকে। এবার ঘরের মাঠে প্রতিপক্ষের দাদাগিরির বদলা নিতে 30 নভেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের (India Vs South Africa) জন্য ঘাম ঝড়াচ্ছে ভারতীয় দল। এই আসরেই দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়ে একতরফা জয় তোলাই লক্ষ্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভারতের। কিন্তু সেটা করতে কোন একাদশে ভরসা রাখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড? প্রোটিয়াদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ভারত কেমন একাদশ সাজাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
ওপেনিং জুটি
News 24 এর রিপোর্ট বলছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভাগ্য বদলাতে ভারতের হয়ে ওপেনিং করতে পারেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। আপাতত যা খবর, চোট সারিয়ে ওয়ানডে সিরিজে ফেরা শুভমন গিলের পক্ষে সম্ভব নয়। একইভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে ফিরছেন না শ্রেয়স আইয়ারও। মূলত সে কারণেই একেবারে কঠিন দল সাজাবে বোর্ড। তাতে ওপেনিং করার সম্ভাবনা সবচেয়ে বেশি রোহিত এবং জয়সওয়ালের।
কেমন হবে মিডল অর্ডার?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডের একাদশে 3 নম্বরে জায়গা ধরে রাখবেন বিরাট কোহলি। চতুর্থ স্থানে দেখা মিলতে পারে ঋষভ পন্থের অথবা তিলক বর্মা। পঞ্চম স্থানে খেলবেন অধিনায়ক কে এল রাহুল। এছাড়াও ষষ্ঠ স্থানে দেখা মিলতে পারে নীতিশ কুমার রেড্ডির, সপ্তম স্থানে রবীন্দ্র জাদেজা এবং অষ্টম স্থানে ওয়াশিংটন সুন্দরকে রাখা হতে পারে।
বোলিং বিভাগে কারা?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি জসপ্রীত বুমরাহর। মূলত খেলোয়াড়ের ওয়ার্ক লোডের কথা ভেবে তাকে বিশ্রামে রেখেছে বোর্ড। বাদ পড়েছেন মহম্মদ সিরাজ। তবে জায়গা পেয়েছেন অর্শদীপ সিংরা। মনে করা হচ্ছে, 30 নভেম্বরের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বোলিং বিভাগ সামলাতে পারেন হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিং। তাছাড়া অলরাউন্ডাররা তো রয়েছেনই।
অবশ্যই পড়ুন: IPL-র আগেই বড় দাবি গোয়েঙ্কার, RCB-র পর বিক্রি হতে চলল এই দলও!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ/তিলক বর্মা, কে এল রাহুল (উইকেট কিপার এবং অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিং।