বিক্রম ব্যানার্জী, কলকাতা: সপ্তাহ পেরোলেই এশিয়া কাপ। সেই মতোই প্রস্তুতি তুঙ্গে ভারতীয় শিবিরে। চলতি বছর ভারতের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা হয়েছে রিঙ্কু সিংয়ের (Rinku SIngh)। তবে সেই টুর্নামেন্টের আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে কার্যত ঝড় তুলেছেন ভারতীয় তারকা।
সম্প্রতি উত্তর প্রদেশ প্রিমিয়ার লিগে দাপটের সাথে ব্যাটিং করে চার ছয়ের বন্যা দেখিয়েছেন দর্শকদের। নাইট তারকার সেই দাপট দেখে বোঝাই যাচ্ছিল এশিয়া কাপের আগে নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ দাবি করছেন, এশিয়া কাপের ভারতীয় একাদশে রিঙ্কুর জায়গা একপ্রকার নিশ্চিত। এমতাবস্থায়, এবার প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের গড় প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যামে ৬ ঘণ্টা মহিলার সঙ্গ দিলেন Rapido ড্রাইভার, নিলেন না অতিরিক্ত চার্জও
ভারতের হয়ে সব ফরম্যাটেই খেলতে চান রিঙ্কু
ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলেন রিঙ্কু সিং। তবে দুঃখের বিষয়, দেশের হয়ে মাত্র দুটি ওয়ানডে খেললেও টেস্ট ক্রিকেটে আজ পর্যন্ত জায়গা হয়নি তার। এশিয়া কাপের আগে এবার সেই অপ্রাপ্তি নিয়েই মুখ খুললেন ভারতীয় তারকা। টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলতে গিয়ে রিঙ্কু জানালেন, ভারতীয় দলের হয়ে আমি সব ফরম্যাটেই খেলতে চাই। বিশেষত লাল বলের ক্রিকেট। ভারতীয় তারকার ইচ্ছা, জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট ক্রিকেটে খেলার।
এদিন নিজের প্রথম শ্রেণীর গড় প্রকাশ করেই লাল বলের ক্রিকেটে তাঁর গুরুত্ব বুঝিয়েছিলেন রিঙ্কু। ভারতীয় ফিনিশারের বক্তব্য, আমি জানি ভক্তরা আমার ছয় দেখতে খুব পছন্দ করেন। এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এরপরই নাইট তারকা বলে দেন, রঞ্জি ট্রফিতে আমার গড় খুব ভাল, 55 এরও বেশি। রিঙ্কুর সংযোজন, আমি লাল বলের ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। আমি বিশ্বাস করি, আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আমি সব ফরম্যাটেই ভাল খেলব। শুধুমাত্র একটা ফরম্যাটের ট্যাগ নিয়ে থাকতে চাই না। শেষ পর্যন্ত যদি সুযোগ আসে আমি তা লুফে নিতে প্রস্তুত।