বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর ঘরের মাঠে লজ্জার হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করতে না পারা। বারবার দলের প্রথম একাদশ বদল। লাল বলের ক্রিকেটে এইসব ঘটনাই ঘটেছে গৌতম গম্ভীর জামানায়। সাদা বলে ছন্দে থাকলেও টেস্ট ক্রিকেটে ভারতের দুর্দশা দেখে গম্ভীরকে কাঠগড়ায় না তুলে আর থাকতে পারছেন না ভক্তরা। দাবি উঠছে, তাঁকে প্রধান কোচের পদ থেকে সরানো নিয়েও। এবার তা নিয়েই মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI On Gautam Gambhir)।
প্রধান কোচের পদ থেকে সরছেন গৌতম গম্ভীর?
তিনি যবে থেকে ভারতীয় দলের মাথার ছাদ হয়েছেন, তারপর থেকেই লাল বলের ক্রিকেটে অন্ধকার দেখেছে ভারত। গম্ভীরের জামানায় আজ পর্যন্ত 19টি টেস্টে অংশ নিয়ে 10টিতেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বাকি দুটিতে ড্র এবং 7 টেস্টে জয় পেয়েছে ভারত। আর এই পরিসংখ্যানকে সামনে রেখেই ভারতীয় দলের চরম দুর্দশা নিয়ে গৌতম গম্ভীরের স্ট্যাটেজিকে প্রশ্নবাণেবিদ্ধ করেছেন জাতীয় দলের ভক্তরা।
NDTV র এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা নাকি জানিয়েছেন, “গৌতম গম্ভীরকে প্রধান কোচের পদ থেকে সরানোর কথা এখনই ভাবছেনা বোর্ড। উনি ভারতীয় দলকে নতুন করে গড়ে তুলছেন। তাছাড়া 2027 সাল পর্যন্ত গৌতমের সাথে চুক্তি রয়েছে আমাদের। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা বৈঠক রয়েছে। সেখানে বেশকিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে গম্ভীরকে। দলকে নিয়ে তিনি কী ভাবছেন সেটাও জানাতে হবে সেখানেই।”
অবশ্যই পড়ুন: ১,৮০৬ জনের নাম! ব্রাত্যের বৈঠকের পরই দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল কমিশন
উল্লেখ্য, ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে তরুণদের উপর ভরসা রাখছেন গম্ভীর। যার কারণে, বিগত দিনগুলিতে বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও জাতীয় দলে উপেক্ষিত মহম্মদ শামি। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, আর যাই হোক লাল বলের ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া জয় খোঁজাটা মুশকিল। সম্প্রতি নিজেও একপ্রকার সে কথা স্বীকার করে নিয়েছেন গৌতম। তবে এসবের মধ্যেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের কোর্টে বল ঠেলে দিয়েছেন গম্ভীর।