টেস্টে ফিরে আসছেন বিরাট কোহলি? স্পষ্ট করে দিলেন চিকু

Virat Kohli In Test Kohli answered after winning man of the match award

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার রাঁচির মাঠ বুঝেছে বিরাট কোহলির ক্ষমতা। 120 বলে 135 রানের ইনিংসটা, তোলা থাকবে তাদের জন্য যাঁরা দুর্বল ফর্মের কারণে ক্রমাগত দুষেছিলেন কোহলিকে। দক্ষিণ আফ্রিকার বোলারদের একেবারে বোকা বানিয়ে বিরাট গতকাল যে ইনিংস খেললেন, তা দেখে গোটা ক্রিকেট মহল একটাই কথা বলছে, “তিনি বিরাট কোহলি। তাঁর কাছে কিছুই অসম্ভব নয়।” সেঞ্চুরির পর যে লাফটা দিয়েছিলেন চিকু, সেটা ছিল আসলে একরাশ হতাশা ঝেড়ে ফেলার একটা মাধ্যম। আর এসবের মাঝেই, বারবার প্রশ্ন উঠছিল এবার কি তাহলে ভারতীয় টেস্ট দলের দুর্দশা কাটাতে লাল বলের ক্রিকেটে ফিরবেন বিরাট (Virat Kohli In Test)? প্রথম ওয়ানডের দিনই উত্তর দিলেন রাজা কোহলি।

অবসর ভেঙে টেস্টে ফিরছেন বিরাট কোহলি?

কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টের সিরিজে চুনকাম হওয়ার পর ভারতীয় দলের দুর্দশা নিয়ে চর্চা বেড়েছিল নানা মহলে। আর সেই আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছিল বিরাট কোহলির লাল বলের ক্রিকেটে ফেরার প্রসঙ্গ। অনেকেই মনে করছিলেন হয়তো অবসর ভেঙে দলের স্বার্থে আরও কিছুটা সময় টেস্ট ক্রিকেটকে দিতে পারেন বিরাট। এ নিয়েই রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পরই বিরাট কোহলিকে সঞ্চালক হর্ষ ভোগলে একেবারে খোলাখুলি জিজ্ঞেস করেন, “তুমি কি একটি ফরম্যাটেই খেলবে? তোমাকে কি এভাবেই দেখা যাবে?”

উত্তরে বিরাট একেবারে স্পষ্ট জানিয়েছিলেন, “আমায় এভাবেই দেখা যাবে। আমি শুধু একটা ফরম্যাটেই খেলছি।” এক কথায়, নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বিরাট কোহলি স্পষ্ট বুঝিয়ে দিলেন জল্পনা যতই হোক অবসর ভেঙে আর টেস্ট ক্রিকেটে ফিরবেন না তিনি। তবে কোহলির বক্তব্যের মধ্যে দিয়ে আরও একটা আভাস পাওয়া গিয়েছে। গতকাল বিরাটকে বলতে শোনা গিয়েছিল, “আমি মাঠের প্রস্তুতিতে খুব একটা বিশ্বাসী নই। আমার কাছে মানসিক প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। আমি কঠোর পরিশ্রম করি। শরীর এবং মন যতক্ষণ সায় দিচ্ছে ততক্ষণ জানি আমি ঠিক। ম্যাচের আগে আমি একদিন বিশ্রামও নিয়েছিলাম। এখন আমার বয়স 37, রিকভারির জন্য সময় প্রয়োজন।”

অবশ্যই পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়ে হবে ২৫০০!’ বড়সড় ইঙ্গিত খোদ সরকার পক্ষের

কোহলির বক্তব্যের মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার আশা খোয়ালেও ওয়ানডে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভক্তরা। অনেকেই বিশ্বাস করছেন, বিরাট যেহেতু এখনও সম্পূর্ণ ফিট, কাজেই 2027 একদিনের বিশ্বকাপে রোহিতকে পাওয়া না গেলেও তাঁকে পাওয়া যাবেই! যদি এ প্রসঙ্গে মুখ খোলেননি দুই মহাতারকার কেউই। এদিকে প্রথম ওয়ানডেতে রোকোর দাপুটে ইনিংস সমালোচনার ঝড়ে কাবু করেছে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে!

Leave a Comment