টেস্ট শুরুর আগেই লর্ডসে টিম ইন্ডিয়ায় যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা, ঘনাচ্ছে রহস্য!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে বুধবার হঠাৎ মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসারকে টিম ইন্ডিয়ার অনুশীলনে যোগ দিতে বলা হল। কারণ কী? আপাতত শুভমনদের অনুশীলনে কেন মুম্বই তারকাকে ডাকা হল সে বিষয়ে কোনও স্পষ্ট বিবৃতি দেয়নি বোর্ড।

তবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডে স্ত্রীয়ের সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন ওই অলরাউন্ডার । এরই মাঝে উইম্বলডনে ম্যাচও উপভোগ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভারতীয় দলের অনুশীলনে ডাক পড়ে তাঁর। তাই বাধ্য হয়েই শেষ পর্যন্ত অনুশীলনে যোগ দেন ভারতীয় দলের একসময়ের অন্যতম ভরসাযোগ্য তারকা।

কাকে টিম ইন্ডিয়ার অনুশীলনে ডাকল ম্যানেজমেন্ট?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট যুদ্ধের আগে বুধবার লর্ডসে টিম ইন্ডিয়ার অনুশীলনে ডাক পড়ে ইংল্যান্ডে স্ত্রীয়ের সাথে ঘুরতে আসা MI তারকা দীপক চাহারের। কাজেই তাঁকে দলের প্রয়োজন এ কথা জানতে পেরেই তড়িঘড়ি ছুট লাগান দীপক। শেষমেষ গতকালই যোগ দিয়েছিলেন জাতীয় টেস্ট দলের অনুশীলনে।

চাহার কি তাহলে তৃতীয় টেস্টে অংশ নেবেন?

গত রবিবার বার্মিংহামে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর মাত্র তিন দিনের ব্যবধানে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের ময়দানে নামছে টিম ইন্ডিয়া। তবে তার আগে দুদিনের প্রস্তুতিতে টিম ইন্ডিয়ায় যোগ দিলেন দীপক চাহার। বিষয়টি জানার পর থেকেই অনেকেই কৌতুহলী হয়ে পড়েছেন। কেউ কেউ আবার জানতে চাইছেন, তাহলে কি ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন দীপক?

অবশ্যই পড়ুন: জয়রামবাটি থেকে নতুন ট্রেন, ১৮ জুলাই উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

আসলে, দীপক চাহারকে হঠাৎ কেন টিম ইন্ডিয়ার অনুশীলনে ডাকা হল সে বিষয়টা স্পষ্ট করেনি বোর্ড। তবে মনে করা হচ্ছে, হয়তো ভারতীয় দলের সুবিধার্থে তাঁকে অনুশীলনে হাজির থাকতে বলা হয়েছিল। বলে রাখি, চাহার কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের 18 সদস্যের স্কোয়াডে নেই। কাজেই তাঁর টেস্ট খেলার কোনও প্রসঙ্গই উঠছে না। আসলে তৃতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়ার অনুশীলনে সাহায্য করতেই চাহারকে ডাকা হয়েছিল বলেই অনুমান। শোনা যাচ্ছে, প্রত্যাশা মতোই দলের ছেলেদের অনুশীলনে নিজের সবটুকু দিয়ে সাহায্য করেছেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা।

Leave a Comment