টোটোর রেজিস্ট্রেশন নিয়ে স্বস্তির খবর শোনাল পরিবহন দফতর

Toto Registration Deadline

প্রীতি পোদ্দার, কলকাতা: রাস্তাঘাটে টোটোর দাপট যেন বেড়েই চলেছে। যার জেরে পাল্লা দিয়ে বাড়ছে তীব্র যানজট। আসলে চালকদের মধ্যে প্রায়শই দেখা যাচ্ছে কোনো নিয়ম না মেনেই যত্রতত্র যাত্রী তুলছে এমনকি যেখানে-সেখানে আচমকা ব্রেক দিচ্ছে সবটাই চলছে একেবারে নিজেদের ইচ্ছে মতন। তাই সেই দুর্বিষহ ছবিটি পরিবর্তন করতে টোটো রেজিস্ট্রেশনের (Toto Registration Deadline) মত বড় পদক্ষেপ নিয়েছিল পরিবহণ দপ্তর। কিন্তু এবার সেই পরিবর্তনের সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রশাসন।

বাড়ানো হল সময়সীমা

রাজ্যের সকল টোটোগুলিকে একটি সঠিক নিয়মের মধ্যে রাখার জন্য অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহণ দপ্তর। এর ফলে প্রতিটি টোটোতে কিউআর কোড সহ স্টিকার লাগানো হবে। এক হাজার টাকা ফি দিয়ে টোটো চালক বা মালিকরা অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। গত মাসের ১৩ তারিখ থেকে এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু দেড় মাস হতে চলল কিন্তু এই রেজিস্ট্রেশনের আবেদনে তেমন সাড়া মেলেনি। তাতে বেশ উদ্বিগ্ন প্রশাসন। তাই শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হবে। জানা গিয়েছে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হবে।

বিশেষ নির্দেশ পরিবহণ দপ্তরের

রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ বুধবার, রাজ্যের পরিবহণ দপ্তরের তরফে একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, গত ১৩ অক্টোবর থেকে রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছিল পরিবহণ দপ্তর। প্রথমদিকে এই প্রক্রিয়ার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু প্রক্রিয়ায় দেখা গিয়েছে অনেকেই এই আবেদনের সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে এবার ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হল। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে হবে। তার জন্য আবেদন করতে হবে পরিবহণ দফতরের নির্ধারিত ওয়েবসাইটে https://tten-wb.in/ আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন।

আরও পড়ুন: সাঁতরাগাছি থেকে হাওড়া-শিয়ালদা, শহরে নতুন বাসরুট, উপকৃত হবেন যাত্রীরা

প্রসঙ্গত, এই টোটো রেজিস্ট্রেশনের পর তা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন নিয়ে আসা হচ্ছে। এরপরে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েতে টোটো চলাচলের জন্য নির্দিষ্ট রুট ঠিক করা হবে। পাশাপাশি আগামীদিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের।

Leave a Comment