প্রীতি পোদ্দার, কলকাতা: রান্নার গ্যাস হাজার ছাড়িয়েছে বেশ কয়েক জায়গায়। সেক্ষেত্রে স্থান ভেদে দামের হেরফের হলেও হাজারের নীচে নামছে না। এদিকে উনুনের ধোঁয়ার কষ্ট কমছেই না। তাই সেই সমস্যা থেকে মুক্তি পেতে এবং রান্নাঘরের ঝুলকালি মুছে মহিলাদের স্বস্তি দিতে নিখরচায় উজ্জ্বলা গ্যাসের সংযোগ (Ujjwala Gas Connection) দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ এখন অনেক সহজেই উজ্জ্বলা গ্যাস সংযোগের সুবিধা নিতে পারছেন এখনও। কিন্তু এবার এই প্রকল্পের জন্য নয়া নির্দেশিকা আনল কেন্দ্র সরকার। আর তাতেই মাথায় হাত পড়ল সাধারণের।
উজ্জ্বলা গ্যাস যোজনার নয়া নির্দেশিকা কেন্দ্র
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য বেশ কিছু নির্দেশিকা চালু করা হচ্ছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে কোন গ্রাহকের যদি নিজের তিন বা চারচাকা গাড়ি কিংবা মাছ ধরার বোট থাকে তাহলে তিনি প্রকল্পের সুবিধা পাবেন না। এখানেই শেষ নয়, কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে যে, যদি কারোর ৩০ স্কোয়ার মিটার কার্পেট এরিয়া নিয়ে বাড়ি থাকে, তিন-চার চাকার কৃষি যন্ত্রাংশ থাকে এবং পরিবারের কোনও সদস্যর যদি মাসে ১০ হাজার টাকা আয় হয় তাহলে তাঁকে উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ দেওয়া হবে না। সেক্ষেত্রে ডিলারদেরকেই এই আবেদনপত্র খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। যদি কেউ কোনও কিছু লুকিয়ে যায় তাহলে তার দায় ডিলারদেরকেই নিতে হবে বলে এও জানানো হয়েছে। এতেই বেশ চাপে পড়ল ডিলাররা।
আরও পড়ুনঃ দেশের প্রথম রাজ্য হিসাবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা অসম সরকারের
নির্দেশিকা নিয়ে বেশ চাপের ডিলাররা
কেন্দ্র সরকারের উজ্জ্বলা গ্যাস সংযোগের নিয়ম নিয়ে ডিলারদের দাবি, কেন্দ্রের পাঠানো সব নির্দেশিকা মানা হলে বহু দরিদ্র পরিবার এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধির এই বাজারে মাসে ১০ হাজার টাকায় সংসার চালানো খুবই মুশকিল। সেক্ষেত্রে, বলা হচ্ছে ১০ হাজার বেশি আয় হলে তাঁকে গ্যাসের সংযোগ দেওয়া যাবে না। তাই অনেকেই এই প্রকল্প থেকে বাদ পড়ছে। অনেকেই জীবন ধারণে বিভিন্ন জায়গা থেকে লোন করে টোটো কিনেছেন। সংসার চালানোর খরচ তুলতে এই সমস্ত যান অনেকেই ক্রয় করেন। কিন্তু সেখানেও কেন্দ্র লাল সংকেত দিয়েছে। যার ফলে এখনও পর্যন্ত মাত্র তিন থেকে চারটি আবেদন জমা পড়েছে।
আরও পড়ুন: ২০২৬ এ বড় চমক দিল BCCI! নতুন কোচ পাচ্ছে ভারতীয় দল
প্রসঙ্গত, গ্যাস উৎপাদনকারী সংস্থা জানিয়েছে, আগের ধাপে অনেক ‘ধনী’ পরিবার উজ্জ্বলা গ্যাস যোজনার সুবিধা পেয়েছিলেন। কিন্তু গ্যাস সংযোগ নেওয়ার পর অনেকে আর সিলিন্ডার তোলেনি। তাই সেই সমস্ত পরিবারগুলিকে চিহ্নিত করে সিলিন্ডার ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডিলারদের। যার ফলে ডিলারদের সঙ্গে গ্রাহকদের বেশ ঝামেলাও শুরু হয়েছিল। তাই সেই কারণেই এবার বেশ কিছু নয়া শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের গ্যাস ডিলার রাজীব ভৌমিক বলেন, উজ্জ্বলা যোজনার জন্য কয়েকজন উপভোক্তা আবেদন করেছেন। সেগুলি খতিয়ে দেখার পরই তাঁদের সংযোগ দেওয়া হবে। অবশ্যই উপভোক্তাদের সেগুলি মেনে চলতে হবে।