বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাড়ি এবং ট্রাকের জোরালো সংঘর্ষ (Car Accident)। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে প্রেরণা বচ্চন সহ কংগ্রেস নেতা আনন্দ কাসলিওয়ালের ছেলে প্রখর এবং এক যুবকের। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে ইন্দোরের রালামন্ডল বাইপাসে। দুর্ঘটনায় মৃত তৃতীয় ব্যক্তির নাম মনসিন্ধু। সূত্রের খবর, বাইপাসের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারলে গাড়ির সামনের অংশ একেবারে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ওটা ঘটনায় তিনজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন এক তরুণীও।
কীভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর 4 টে থেকে 5 টার মধ্যে ইন্দোরের রালামন্ডল বাইপাসের কাছে পার্ক করা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে জোরালো ধাক্কা মারে একটি ফোর হুইলার গাড়ি। আর তারপরেই গাড়ির সামনের অংশ একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জের গাড়ির মধ্যে থাকা বচ্চন কন্যা প্রেরণা সহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গাড়িতে থাকা অনুষ্কা নামক এক তরুণী দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
অবশ্যই পড়ুন: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল ও স্টপেজ প্রকাশ করল রেল
জানা গিয়েছে, শুক্রবার ভোরে দুর্ঘটনাটির খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স সহ মরদেহের গাড়ি। মৃতদেহ গুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি কি আদতেই কুয়াশার জন্য নাকি অনিয়ন্ত্রিত ড্রাইভিং না এই দুর্ঘটনার পেছনে তৃতীয় কোনও ব্যক্তির হাত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে দুর্ঘটনার খবরে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া।
অবশ্যই পড়ুন: আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, বিশ্বশক্তির নিয়ন্ত্রক আমার নিজস্ব নীতিইঃ ডোনাল্ড ট্রাম্প
উল্লেখ্য, দীর্ঘ সময়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বালা বচ্চন। কমলনাথ সরকারের আমলে এই দায়িত্বে ছিলেন তিনি। তাছাড়াও রাজ্য কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত বচ্চন। জানা যায়, তাঁর মেয়ে প্রেরণা চার বন্ধুকে নিয়ে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন। তবে ভাগ্যের ফের শেষ রক্ষা হল না। তবে অনুষ্কা নামক যিনি প্রাণে বেঁচেছেন তাঁর অবস্থাও বেশ আশঙ্কজনক বলেই সূত্রের খবর।