ট্রাম্পের নয়া চালে কাবু বাংলাদেশ!

Donald Trump on Bangladesh

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও বাংলাদেশকে চিন্তায় ফেলল আমেরিকা। ভিসা পেতে গেলে এবার খোয়াতে হবে বেশি পরিমাণ অর্থ। জানা গিয়েছে, আমেরিকায় প্রবেশাধিকার পেতে গেলে এবার বাংলাদেশিদের ১৫,০০০ ডলার বন্ড হিসেবে জমা রাখতে হবে, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় ১৩ লক্ষ টাকার বেশি (Donald Trump on Bangladesh)। এমনকি আগামী ২১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

কপাল পুড়ল বাংলাদেশীদের

ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড জমা দেওয়ার নিয়ম চালু করেছিল। তবে সেই তালিকায় বাংলাদেশ ছিল না। কিন্তু মঙ্গলবার ভেনেজুয়েলা, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এবার মোট এই তালিকায় ৩৮টি দেশ রয়েছে। রিপোর্ট অনুযায়ী, যারা আমেরিকার ভিসার জন্য যোগ্য হবে, তাদেরকে ভিসা বন্ড হিসেবে অগ্রিম টাকা জমা দিতে হবে। টাকার পরিমাণ পাঁচ হাজার, দশ হাজার কিংবা পনেরো হাজার ডলার হতে পারে। যখন ইন্টারভিউ নেওয়া হবে তখন ওই অর্থ চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: ‘জমি অধিগ্রহণ, NOC, টেন্ডার নেই!’ হবে না গঙ্গাসাগর সেতু? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর যেন অভিবাসন নীতি আরও কঠোর করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই আমেরিকায় থাকা বহু অবৈধ বাসীকে ফেরত পাঠিয়েছেন তিনি। এমনকি এইচ-১বি ভিসা সংক্রান্ত নতুন নিয়মও চালু করেছেন। পাশাপাশি ভিসা আবেদনকারীর সমাজ মাধ্যমের পোস্টের উপরেও মার্কিন অভিবাসন দফতরের আধিকারিকরা দিনের পর দিন নজরদারি চালাচ্ছে। আর গত আগস্ট মাসে বেশ কিছু দেশের উপর এই নিয়ম চালু করেছিল মার্কিন প্রশাসন। তবে এবার সেই তালিকায় নাইজেরিয়া, ভেনেজুয়েলা, বাংলাদেশ, নেপাল, জিম্বাবুয়ে, উগান্ডা, কিউবা, আলজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ যুক্ত হল।

আরও পড়ুন: কেকে ভেজাল! শিয়ালদার ২টি বেকারিকে নোটিশ পাঠাল KMC

উল্লেখ্য, আমেরিকার বিদেশ দফতরের তরফ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, আবেদনকারীকে সেই দেশের অর্থ দফতরের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে সমস্ত শর্তে সম্মতি জানাতে হবে। আসলে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অনেকেই আমেরিকায় থেকে যাচ্ছে। সে কারণেই নিয়ম আরও জোরদার করা হচ্ছে। আর এই নিয়মের ফলে যে বিপাকে পড়ল বাংলাদেশীরা তা বলার অপেক্ষা রাখে না।

1 thought on “ট্রাম্পের নয়া চালে কাবু বাংলাদেশ!”

Leave a Comment