বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির রাষ্ট্রপতিকে সস্ত্রীক অপহরণ করে নিয়ে গিয়েছে মার্কিন সেনা। আর তারপরই দক্ষিণ আমেরিকার এই দেশটির দখল নিয়েছে আমেরিকা। আর সেই আবহে রাশিয়া থেকে তেল কেলা নিয়ে ভারতকেও হুমকি দিতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেই এদিন হুমকির সুরে কথা বলতে শোনা গেল ট্রাম্পকে। তবে প্রধানমন্ত্রী মোদিকে ট্রাম্পের হুমকির উত্তর না দেওয়ার পরামর্শ দিলেন আমেরিকান গায়িকা এবং ভারতের শুভাকাঙ্ক্ষী মেরি মিলবেন (US Singer On Narendra Modi)।
প্রধানমন্ত্রীর মোদির উদ্দেশ্যে বড় বার্তা মার্কিন গায়িকার
একাধিক রিপোর্ট অনুযায়ী, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্তব্যের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী মোদির কোনও রকম জবাব দেওয়ার প্রয়োজন নেই বলেই জানালেন আমেরিকান গায়িকা মেরি মিলবেন। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী মোদির প্রেসিডেন্ট ট্রাম্পের সব মন্তব্য অথবা হুমকির জবাব দেওয়ার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী মোদিকে শুধুমাত্র ভারতীয়দের খুশি করতে হবে। তারা দীর্ঘমেয়াদী কূটনীতি বোঝে।”
অবশ্যই পড়ুন: কোচ হিসেবে চরম ব্যর্থ সৌরভ গাঙ্গুলি! এবার ১০ উইকেটে হারল দাদার প্রিটোরিয়া ক্যাপিটালস
আমেরিকার এই গায়িকা বললেন, “সিনেটের লিন্ডসে গ্রাহামের মতো মানুষের প্রতিও মনোযোগী হওয়ার দরকার নেই মোদির। আমেরিকায় আমাদের অনেকের সাথেই তাঁর সম্পর্ক নেই।” এদিন ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যেও বেশ কিছু মন্তব্য করেন মার্কিন গায়িকা। মিলবেন এও বলেন, “ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউস মধ্যবর্তী নির্বাচনে জয়ের দিকে মনোনিবেশ করবে। এক্ষেত্রে ভারতের মতো বন্ধুর সাথে অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়ানো উচিত হবে না।” সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী মোদিকে এসব বিষয় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি আগামী দিনে ভারতবাসীর স্বার্থে কাজ করার এবং এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন আমেরিকার জনপ্রিয় গায়িকা। বলাই বাহুল্য, এর আগে এই মার্কিন গায়িকা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেছিলেন।
অবশ্যই পড়ুন: বিশ্বরেকর্ড, ভারত থেকে ৫০ বিলিয়ন ডলার iPhone রফতানি করল Apple
উল্লেখ্য, ভেনিজুয়েলার দখল নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয় ভারতকে পরোক্ষভাবে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছিলেন, “রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর আরও ট্যারিফ চাপবে।” আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তবে তিনি জানতেন আমি সন্তুষ্ট নই। আমাকে খুশি করা খুব গুরুত্বপূর্ণ। আমরা দ্রুত শুল্ক চাপাতে পারি।”