ট্রাম্পের সাথে শুল্কবাণের আবহেই বিরাট যুদ্ধ মহড়ায় অংশ নিল ভারত-আমেরিকা

India-America Military Exercise In Alaska amid tariff War

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুল্ক যুদ্ধের আবহে আলাস্কায় এক হল ভারত ও আমেরিকার সেনাবাহিনী। গতকাল অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে দুই দেশের এ সময়ের সবচেয়ে বড় যুদ্ধ মহড়া, চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত (India-America Military Exercise)। এছাড়াও মালাবার অঞ্চলে নৌ মহড়ার পরিকল্পনাও করা হচ্ছে বলেই খবর। সেই মহড়ায় যোগ দিতে পারে Quad দেশের সেনারাও।

ভারতের প্রতিনিধিত্ব করছে মাদ্রাজ রেজিমেন্ট

প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, আলাস্কায় ভারত এবং আমেরিকার যৌথ যুদ্ধ মহড়া প্রসঙ্গে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এবারের সামরিক মহড়ায় ভারতের প্রতিনিধিত্ব করছে মাদ্রাস রেজিমেন্ট। কিন্তু হঠাৎ কেন যুদ্ধ মহড়ায় অংশ নিল দুই দেশ? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, গত দুই দশকে আমেরিকার সাথে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক ক্রমশ শক্তিশালী হয়েছে। মূলত সেই সাফল্যকে স্মরণ করেই এই বিরাট সামরিক মহড়ার আয়োজন।

শুল্ক যুদ্ধের কোনও প্রভাব পড়েনি প্রতিরক্ষা সহযোগিতায়

সদ্য রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিকে অপরাধ হিসেবে দেখিয়ে ভারতের উপর একেবারে 50 শতাংশ শুল্ক চাপিয়ে বসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, দেশের স্বার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। সেই মতোই, পুরনো সিদ্ধান্ত থেকে এক চুলও সরে দাঁড়ায়নি দিল্লি।

আর সেই আবহেই এবার আমেরিকার সাথে আলাস্কায় যৌথ সামরিক মহরায় যোগ দিল ভারত। শুল্ক দ্বন্দ্বের প্রভাব সত্বেও কীভাবে একসাথে যৌথ মহড়ায় নামল দুই দেশ? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ভারত, আমেরিকার সম্পর্ক ধাক্কা খেয়েছে। এর জেরে 71 কোটি 60 লক্ষ ডলারের 99টি জিই এফ4040 টার্বোফ্যান ইঞ্জিনের সরবরাহ পিছিয়ে গিয়েছে। তেজসের সরবরাহও পিছিয়েছে, তবে ট্যারিফের কোনও প্রভাব ভারত-আমেরিকা প্রতিরক্ষা সহযোগিতায় পড়েনি। দুই দেশ এই দ্বন্দ্বের মাঝেই 113টি জিই ইঞ্জিনের জন্য 100 কোটি ডলারের চুক্তি করতে চলেছে।

অবশ্যই পড়ুন: নজরে ভারত, অ্যাসেজ ও বিশ্বকাপ! আচমকাই T20 থেকে অবসর মিচেল স্টার্কের

আমেরিকার বিকল্প খুঁজবে ভারত?

প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির হাত ধরে ইতিমধ্যেই 31টি সশস্ত্র এমকিউ 9বি প্রিডেটর, হাই অলটিটিউড ও লং এন্ডুরেন্স ড্রোনের চুক্তি হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে। রিপোর্ট অনুযায়ী, 380 কোটি ডলারের ওই চুক্তি অনুসারে আগামী 2030 সালের মধ্যে উন্নতমানের ড্রোনগুলি ভারতকে হস্তান্তর করবে আমেরিকা।

তবে এই চুক্তির পর প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকার দিকে ভারত কতটা এগোবে তা নির্ভর করবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত সমস্যা সমাধানের পরই। বিশ্লেষকদের একটা বড় অংশের দাবি, বর্তমানে শুল্কের কারণে ভারত ও আমেরিকার সম্পর্ক যে পর্যায়ে দাঁড়িয়ে, তাতে আগামী দিনে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম, ড্রোন সহ যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে আমেরিকার বিকল্প খুঁজে রাখতে হবে ভারতকে।

Leave a Comment