সৌভিক মুখার্জী, কলকাতা: আজ অর্থাৎ 27 আগস্ট থেকেই কার্যকর হচ্ছে ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 50 শতাংশ আমদানি শুল্ক (Trump Tariff)। তবে বিশেষজ্ঞরা দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেক্টর বিশেষ করে টেক্সটাইল, লেদার বা মেরিন প্রোডাক্টসের উপর বাড়তি বিরাট ধাক্কা পড়বে বলে মনে করছে। এমনকি পশ্চিমবঙ্গের রপ্তানি খাতেও প্রভাব পড়বে বলে উদ্বেগ বাড়ছে।
কলকাতার লেদার শিল্পে বিরাট ধাক্কা
ভারত থেকে আমেরিকায় যে বিপুল পরিমাণ লেদার ও লেদারজাত পণ্য রপ্তানি করা হয়, তার সিংহভাগ তৈরি হয় কলকাতায়। এর মধ্যে রয়েছে 538টি ট্যানারি, 230টি জুতো তৈরির ইউনিট এবং 436টি লেদার গুডস ফেসিলিটি সেন্টার।
The impact of US tariffs has started to visible, textile industries across India are beginning to shut down. In the upcoming months, lakhs of people are likely to lose their jobs.pic.twitter.com/Imn2Q2W9tE
— Mohit Chauhan (@mohitlaws) August 26, 2025
বিশেষ করে এই শিল্প শ্রমনির্ভর। তাই রপ্তানি কমে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়ান লেদার প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার বলেছেন, কলকাতার কাছে বানতলা লেদার হাব প্রায় 5 লক্ষ মানুষের কর্মক্ষেত্র। ভারত এবং ব্রাজিলের উপর শুল্ক 50 শতাংশ হলেও, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তা মাত্র 19 থেকে 20%। এর ফলে ভারতের রপ্তানি খাত বিরাট মার খাবে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ লেদার শিল্প একেবারে ধুঁকবে তা বলা চলে।
প্রভাব পড়বে চিংড়ি ও মেরিন পণ্যের রপ্তানিতেও
উল্লেখ্য শুধুমাত্র লেদার নয়, বরং মার্কিন শুল্কের প্রভাব পড়বে চিংড়ি ও কাঁকড়ার মতো মেরিন পণ্যের রপ্তানিতেও। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ ও কেরালার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে মেরিন পণ্য আমেরিকায় রপ্তানি হয়। তবে শুল্ক বাড়াতে সেই বাজারেও বিরাট প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ মুকুব থেকে অর্ধেক হবে পুরনো চালান! ১৩ সেপ্টেম্বর কলকাতায় বসছে লোক আদালত
বিকল্প বাজারের খোঁজ
তবে এর মধ্যেও দেখা যাচ্ছে আশার আলো। বিশেষজ্ঞরা বলছে, রপ্তানি খাতে এই ধাক্কা সামলাতে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে ভারত। রাশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ভারতীয় লেদার এবং মেরিন পণ্যের বাজার সম্প্রসারণ করার চেষ্টা চলছে। ফলত এভাবে নতুন বাজার খুঁজে পাওয়া গেলে আমেরিকার উপর নির্ভরযোগ্যতা অনেকটাই কমবে এবং ধাক্কা কিছুটা হলেও সামলানো যাবে বলে মনে করা হচ্ছে।