সহেলি মিত্র, কলকাতা: উৎসবের মরসুমে বিরাট ঘোষণা করল রেল। ট্রেনে ভ্রমণ করলেই মিলবে ২০% অবধি ছাড়। উৎসবের মরশুমে ট্রেনে অতিরিক্ত ভিড় এবং টিকিটের জন্য ভিড় এড়াতে, ভারতীয় রেলওয়ে একটি নতুন স্কিম শুরু করেছে। এর নাম হল রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাশ (Round Trip Package For Festival Rush)। এই স্কিমের উদ্দেশ্য হল বিভিন্ন দিনে যাত্রীদের কম দামে টিকিট দিয়ে ভিড় কমানো যাতে সকলের যাত্রা আরামদায়ক এবং সুবিধাজনক হয়।
নতুন স্কিম আনল রেল
এই স্কিমের আওতায় আগামীকাল ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০২৫ সালের মধ্যে ভ্রমণের সুবিধা পাবেন যাত্রীরা। অন্যদিকে রিটার্ন টিকিটটি ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ভ্রমণের জন্য বুক করতে হবে। রিটার্ন টিকিটটি প্রথমে বুক করতে হবে এবং তারপরে কানেক্টিং জার্নি ফিচারের মাধ্যমে রিটার্ন টিকিট বুক করা হবে। রিটার্ন টিকিট বুক করার সময় অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) এর নিয়ম প্রযোজ্য হবে না।
Round trip package for festival rush. pic.twitter.com/yfp1pO7xfG
— SCRNEWS (@scrailwayusers) August 9, 2025
এখানে যাত্রীদের অবশ্য কিছু শর্ত মানতে হবে। শর্ত হল উভয় পক্ষের টিকিট কেবল নিশ্চিত করতে হবে। টিকিটে কোনও পরিবর্তন করা যাবে না। কোনও ফেরতের সুবিধা থাকবে না। রিটার্ন টিকিট বুক করার সময় অন্য কোনও ছাড়, ভাউচার, পাস, PTO বা রেল ভ্রমণ কুপন প্রযোজ্য হবে না। এই স্কিমটি সমস্ত ক্লাস এবং সমস্ত ট্রেনে প্রযোজ্য, বিশেষ ট্রেন (ট্রেন অন ডিমান্ড) সহ।
আরও পড়ুনঃ RCB ছাড়ছেন বিরাট কোহলি? GT-র সহকারি কোচের সাথে অনুশীলন ঘিরেই জল্পনা তুঙ্গে
অনলাইন, অফলাইনে বুক করা যাবে টিকিট
উভয় টিকিট একই মাধ্যমে বুক করতে হবে। অর্থাৎ, অনলাইনে (ইন্টারনেট) অথবা রিজার্ভেশন কাউন্টার থেকে। চার্ট তৈরির সময় যদি ভাড়ার কোনও পার্থক্য থাকে, তাহলে যাত্রীদের কাছ থেকে কোনও অতিরিক্ত টাকা নেওয়া হবে না। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিশ্বাস করেন যে এই অফারটি উৎসবের সময় বিভিন্ন তারিখে যাত্রীদের ভিড় ভাগ করে দেবে। উভয় দিক থেকে বিশেষ ট্রেনগুলি সঠিকভাবে ব্যবহার করা হবে এবং যাত্রীরা সহজেই টিকিট পেতে পারবেন। এর জন্য, রেলওয়ে সংবাদমাধ্যম, মিডিয়া এবং স্টেশনগুলিতে ঘোষণার মাধ্যমে ব্যাপক প্রচার করার নির্দেশ দিয়েছে।