ট্রেনের টিকিট কনফার্ম হলে জানা যাবে আগেই, রিজার্ভেশন চার্টের নিয়মে বদল আনল রেল

Railway Reservation Chart

সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, রেলওয়ে রিজার্ভেশন চার্ট (Railway Reservation Chart) তৈরির জন্য একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন যাত্রীদের আর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল রেলওয়েকে পূর্বনির্ধারিত সময়ে ট্রেন রিজার্ভেশন চার্ট তৈরি করার নির্দেশ দিয়েছে, যাতে যাত্রীরা সময়মতো তাদের আসনের অবস্থা জানতে পারেন।

রিজার্ভেশন চার্টের নিয়মে বড় বদল

এখনো পর্যন্ত, ট্রেন ছাড়ার ঠিক আগে চার্ট তৈরি করা হত। এর ফলে যাত্রীরা তাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা তা নির্ধারণ করতে পারতেন না। স্টেশনে এসে দেখার জন্য অপেক্ষা করতে হত। এদিকে সিট যদি কনফার্ম না হয় তাহলে রেলের টিকিট স্ট্যাটাস হিসেবে যাত্রীদের ভ্রমণ করতে হত। এর ফলে, বিশেষ করে দূরপাল্লার যাত্রী এবং রাতের ট্রেনের যাত্রীদের জন্য, উল্লেখযোগ্য অসুবিধার সৃষ্টি হত। অনেকেই ভ্রমণ করবেন নাকি বাতিল করবেন সে সম্পর্কে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে বাধ্য হন। নতুন নিয়মের অধীনে, এখন ভ্রমণের অনেক আগেই চার্ট প্রস্তুত করা হবে। এর ফলে যাত্রীরা তাদের আসন নিশ্চিত, অপেক্ষা তালিকাভুক্ত, নাকি RAC কিনা তা আগে থেকেই জানতে পারবেন। রেলের এই নতুন উদ্যোগ ভ্রমণ পরিকল্পনা সহজ করবে, সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় করবে এবং অপ্রয়োজনীয় চাপ কমবে বলে মত।

আরও পড়ুনঃ তৈরি ২টি ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে শীতের ইতি? আজকের আবহাওয়া

এক রিপোর্ট অনুযায়ী, ভোর ৫:০১ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত চলাচলকারী ট্রেনের জন্য প্রথম রিজার্ভেশন চার্ট এখন আগের দিন রাত ৮:০০ টায় প্রস্তুত করা হবে। এর অর্থ হল, যদি কোনও যাত্রীর ট্রেন সকাল ৬:০০ টা, ১০:০০ টা বা দুপুর ১:০০ টায়ের জন্য নির্ধারিত থাকে, তাহলে তারা আগের রাতেই তাদের নির্ধারিত স্ট্যাটাস জানতে পারবেন। এর ফলে যাত্রীরা তাদের যাত্রার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন।

উপকৃত হবেন সাধারণ যাত্রীরা

রেলওয়ে এখন দুপুর ২:০১ থেকে রাত ১১:৫৯ এর মধ্যে চলাচলকারী সমস্ত ট্রেনের রিজার্ভেশন চার্ট প্রস্থানের কমপক্ষে ১০ ঘন্টা আগে প্রস্তুত করবে, যাতে যাত্রীরা সময়মত তথ্য পেতে পারেন। যদি কোনও ট্রেন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে ছেড়ে যায়, তাহলে রেলওয়ে কমপক্ষে ১০ ঘন্টা আগে তার রিজার্ভেশন চার্ট প্রস্তুত করবে। রেলওয়ের মতে, এই নতুন নিয়মগুলি যাত্রীদের, বিশেষ করে যারা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করেন এবং অন্যান্য শহর থেকে ভ্রমণ করেন তাদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনবে। আগে থেকে আসনের প্রাপ্যতা জেনে রাখলে তারা সময়মতো তাদের ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন এবং শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে পারবেন।

1 thought on “ট্রেনের টিকিট কনফার্ম হলে জানা যাবে আগেই, রিজার্ভেশন চার্টের নিয়মে বদল আনল রেল”

Leave a Comment