প্রীতি পোদ্দার, কলকাতা: রেলের দেওয়া চাদর, তোয়ালে চুরি! ধরা পড়তেই রেলকর্মীদের সঙ্গে বচসা শুরু যাত্রীর। ট্রেন পরিষেবা সংক্রান্ত বিষয়ে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় রেল কর্তৃপক্ষকে। ভালো মন্দ নানা কারণে রেলের বিরুদ্ধে ওঠে অভিযোগ। এমতাবস্থায় ফের খবরের শিরোনামে উঠে এল ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনে রেলের তরফ থেকে যে চাদর এবং তোয়ালে দেওয়া হয় তা চুরি করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ভাইরাল সেই ভিডিও (Viral Video)।
কর্মীদের সঙ্গে তর্কাতর্কি বিজেপি নেতার
ভাইরাল ভিডিও সূত্রে জানা গিয়েছে, গতকাল হুল এক্সপ্রেসে সিউড়ি আদালতে যাচ্ছিলেন মৃন্ময় মজুমদার, তিনি একজন বিজেপি নেতা। আর সেই ট্রেনেই তাঁর বিরুদ্ধে চাদর চুরির অভিযোগ উঠল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নেতার সঙ্গে রেল কর্মীদের বাদানুবাদ হয়েছে। সেখানে রেল কর্মীকে বলতে শোনা যাচ্ছে, “আপনি টিকিট কেটেছেন, তার মানে এই নয় যে আপনি চাদরটা ব্যাগে ঢুকিয়ে নেবেন।” তখন ওই বিজেপি নেতাকে ‘সরি, সরি’ বলতেও শোনা যায়। এরপর এক সহযাত্রী সেটির ভিডিয়ো করেন, তাঁকে বলতে শোনা যায়, “একজন নিত্য যাত্রী হয়ে কীভাবে বেডশিট চুরি করলেন, ব্যাগে পুরে নিলেন।” তখনই তিনি ওই যাত্রীর ক্যামেরা হাত দিয়ে বন্ধ করে দেন। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হওয়ায় রাজনৈতিক অন্দরে শুরু হয় সমালোচনা।
রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ বিজেপি নেতার
তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন ওই বিজেপি নেতাকে কটাক্ষ করে বলেন, “কোনও এক ট্রেনে চাদর চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পেশায় একজন আইনজীবী, তিনি ন্যায় বিচারের জন্য লড়েন। চিন্তা করুন একজন বিজপি নেতা আইনজীবী বেডশিট চুরি করে ধরা পড়ছে, সেই বিজেপি ক্ষমতায় এলে কী করবে।” ওদিকে অভিযুক্ত বিজেপি নেতা মৃন্ময় মজুমদার এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমার ব্যাগ থেকে চাদর বেরচ্ছে সেটা দেখা যায়নি। যদি অন্যায় করতাম কেন জিআরপি, আরপিএফকে জানাল না? আমি রেলমন্ত্রীকে চিঠি লিখেছি। কোন কোন সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হচ্ছে সেটাও দেখব, আইনি পদক্ষেপ নেব।”
আরও পড়ুন: বাংলায় বন্ধ আরও এক কারখানা! কামারহাটিতে তালা ঝুলল জুটমিলে, কর্মহীন প্রায় ১ হাজার
বিজেপি নেতার ট্রেনের চাদর চুরির ঘটনাকে কেন্দ্র করে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেখানে বলা হয়েছে, ‘ট্রেনের মধ্যে বিজেপির তথাকথিত ‘সংস্কার’-এর মুখোশ খুলে পড়েছে। মানুষের সেবা করার পরিবর্তে, হুগলি বিজেপি লিগ্যাল সেলের নেতা মৃন্ময় মজুমদারকে নাকি ট্রেনের কম্বল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছে এবং একজন গরিব কোচ অ্যাটেনডেন্টকে হেনস্থাও করেছেন বলে অভিযোগ উঠেছে। যারা দেশকে ‘চুরি-মুক্ত ভারত’-এর জ্ঞান দেয়, তারাই চুরি, মিথ্যা এবং অহংকারে নিমজ্জিত।’
Photo-ops with Modi and Suvendu on one hand, theft on the other. This is @BJP4India‘s politics.
The mask of the BJP’s so-called “sanskar” has fallen off inside a train coach. Instead of serving people, Hooghly BJP Legal Cell leader Mrinmoy Majumdar was allegedly caught stealing… pic.twitter.com/A4loz9TAKH
— All India Trinamool Congress (@AITCofficial) January 6, 2026