ট্রেনে করে দিঘা যাওয়ার চিন্তা দূর করল দক্ষিণ পূর্ব রেল

Digha Panskura Special Local Train

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের মরশুমে রাজ্যজুড়ে এখন উৎসবের আবহ। আর শীতের ছুটি ভালোভাবে উপভোগ করতে হলে বেড়াতে তো যেতেই হবে। যদি কেউ দূরে কোথাও যেতে না চায় তাদের জন্য কাছাকাছি সমুদ্রের টানে দিঘা যেন চিরকালীন প্রিয় গন্তব্য। তাইতো দিঘা পর্যটকদের জন্য নিয়ে আসা হল এক দারুণ সুখবর। সময়সীমা বাড়ল দিঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেনের (Digha Panskura Special Local Train)।ফলে আরাম করে এখন পর্যটকরা ঘুরতে যেতে পারবেন অনায়াসে।

বাড়ল স্পেশাল ট্রেনের সময়সীমা

উল্লেখ্য, এপ্রিল মাসে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটনের গতি দ্বিগুণ বেড়েছে। সেক্ষেত্রে যাত্রীদের ভিড় সামাল দিতে দক্ষিণ-পূর্ব রেলওয়ে চালু করেছিল দুটি বিশেষ লোকাল ট্রেন—০৮১১৭ আপ ও ০৮১১৮ ডাউন। এবার শীতের ছুটি ভালোভাবে উপভোগ করতে নয়া চমক আনল রেল। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে সময়সীমা বাড়ল দিঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেনের। ০৮১১৭ আপ লোকালটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া থেকে ছাড়ে এবং সকাল ৯টা ২০ মিনিটে পৌঁছে যায় দিঘা। অন্যদিকে ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা থেকে ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছায়। আর এই ট্রেনের যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ একাধিক স্টেশনে দাঁড়াতে চলেছে ট্রেন। যার ফলে শুধু দিঘা নয়, মন্দারমণি এবং তাজপুর যাওয়া যাবে এই ট্রেনে করে।

আরও পড়ুনঃ ৩১ বছর বয়সেই ক্রিকেট থেকে বিদায় নিলেন KKR এ খেলা ভারতের বিস্ময়কর স্পিনার

রেলের সিদ্ধান্তে খুশি পর্যটকরা

যেহেতু দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় থেকে যাত্রীদের সুবিধার্থে চালু হয়েছিল বিশেষ এই ট্রেন। তারপর থেকে এই ট্রেনে যাত্রী সংখ্যা যেন ক্রমেই বাড়ছে। তাই পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করে স্পেশাল এই ট্রেনের সময়সীমা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এই প্রসঙ্গে পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ কুমার ঘড়া জানিয়েছেন, ‘রেলের সিদ্ধান্তে আমরা অত্যন্ত খুশি। দিঘায় পর্যটকদের সংখ্যা ক্রমশ বাড়ছে।”

আরও পড়ুন: ৩% বেতন বাড়ল বাংলার শিক্ষকদের, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

প্রসঙ্গত, যাত্রীদের চাহিদা ও বাড়তি ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে এর আগে কালীপুজো উপলক্ষে দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকালের সময়সীমা বাড়ানো হয়েছিল। তাতে বেশ সুবিধা হয়েছিল পর্যটকদের। একাধিক স্টেশনে এই ট্রেনের স্টপেজ থাকায় পর্যটকদের যাতায়াত আরও সহজ হয়েছিল। এবারেও সেই একই সিদ্ধান্ত নিল রেল।

Leave a Comment