ট্রেনে পাথরবাজি! ১০ জনকে ধরে রামধোলাই দিল পুলিশ

সৌভিক মুখার্জী, কলকাতা: চলন্ত ট্রেন থামিয়ে যাত্রীদের উপরেই চড়াও হল একদল যুবক! হ্যাঁ, চেইন টেনে ট্রেন থামিয়ে দেওয়ার পর শুরু হয় মারধর, পাথর ছোড়াছুড়ি! ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) জৌনপুর জেলার কাটওয়ার হল্ট স্টেশনের কাছে। আর এই ঘটনায় শুক্রবার বারসাথি থানার পুলিশ দশজনকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গিয়েছে।

ঘটনাটি কী?

প্রাপ্ত খবর অনুযায়ী, 9 জুলাই জৌনপুর-রায়বরেলি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি কাটওয়ার হল্টের কাছাকাছি আসতেই আচমকা থেমে যায়। জানা গিয়েছে, চেইন টেনে ওই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। এরপর ট্রেনে একদল যুবক উঠে পরে, আর টার্গেট করে নির্দিষ্ট কয়েকজন যাত্রীকে।

তবে এই হামলার পেছনে নাকি রয়েছে এক পুরনো বিবাদ! মে মাসে রাজাবাজার ব্যাংকত এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল বলে সূত্রের খবর। আর সেই ঘটনার জেরে অভিযুক্ত রোহিত যাদব ও সৌরভ যাদব ট্রেনের যাত্রীদের চিনে ফেলে। তারপর তাঁর বন্ধুদের ডেকে এনে ওই যাত্রীদের উপর হামলা করে।

যাত্রীদের একাংশ ওই হামলার প্রতিবাদ করায় দুষ্কৃতীরা নাকি আরও বেপরোয়া হয়ে ওঠে। জানা গিয়েছে, ট্রেনের জানলা লক্ষ্য করে ছোঁড়া হতে থাকে পাথর। আর মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। যাত্রীদের প্রাণ নিয়ে সৃষ্টি হয় আশঙ্কা। এমনকি ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের কোচ ও দরজা-জানলাগুলি।

আরও পড়ুনঃ ১০ বছরে হয়নি কোনও অডিট! হাইকোর্টের প্রশ্নের মুখে রোজভ্যালির টাকা ফেরাতে গঠিত কমিটি

ভিডিও দেখে শনাক্ত করল পুলিশ

ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ। বারসাথি থানার ইনচার্জ ইন্সপেক্টর রাজেশ যাদব এবং ক্রাইম ইন্সপেক্টরের নেতৃত্বে একটি টিম গঠিত হয়েছে। আর সেখানে একাধিক অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার করা অভিযুক্তদের তালিকায় রয়েছে—রোহিত যাদব, সুশান্ত যাদব, অখিলেশ যাদব, আশু যাদব, সাগর বিন্দ, শোভম মৌর্য, কৃষ্ণ যাদব, সংকেত পাল, প্রিন্স বিন্দ এবং পবন যাদব। এমনকি তারা সবাই জৌনপুর জেলায় স্থায়ী বাসিন্দা বলে জানা গিয়েছে। গ্রেফতার হওয়ার পর অভিযুক্তদের রামধোলাইও দেওয়া হয়। এরপর অভিযুক্তদের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সবাইকে লেংড়ে লেংড়ে হাঁটতে দেখা গিয়েছে।

1 thought on “ট্রেনে পাথরবাজি! ১০ জনকে ধরে রামধোলাই দিল পুলিশ”

  1. রামধোলায় কিচ্ছু হবে না এদেরকে সোজা ট্রান্সফার করে দিতে হবে ৭২ হুরের কাছে তবে যদি শিক্ষা হয়

    Reply

Leave a Comment