ট্রেনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, দুর্ঘটনার থেকে রক্ষা পাবে বন্দে ভারত স্লিপার, জানাল রেল

vande bharat sleeper kavach

সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষার পর লঞ্চ হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। ইতিমধ্যে এই ট্রেনের রুট, সময়সীমা সামনে এনেছে ভারতীয় রেল, যা রেল যাত্রীদের প্রত্যাশাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া টু কামাখ্যার মধ্যে চলাচল করবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই ট্রেনে থাকবে এমন কিছু ফিচার্স যা যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। এছাড়াও এই ট্রেনে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে এমন জিনিস ইনস্টল করা হয়েছে যা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমাবে।

বন্দে ভারত স্লিপারে থাকছে আধুনিক সুরক্ষা ব্যবস্থা

একটি সরকারি বিবৃতি অনুসারে, এটি দীর্ঘ দূরত্ব, রাতারাতি রেল ভ্রমণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ আরও জোরদার করবে। এই নতুন প্রজন্মের ট্রেনটি ১৬টি কোচের রেক দিয়ে চলবে, যার মোট যাত্রী ধারণক্ষমতা ৮২৩ জন। এতে ১১টি এসি ৩-টিয়ার কোচ, ৪টি এসি ২-টিয়ার কোচ এবং ১টি প্রথম শ্রেণীর এসি কোচ রয়েছে, যা বিভিন্ন যাত্রী বিভাগের জন্য আরামদায়ক ভ্রমণের বিকল্প প্রদান করবে।

আরও পড়ুনঃ ‘২৭ হাজার কোটি …’ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা

জানা গিয়েছে, নতুন এই ট্রেনটিতে রয়েছে ‘কবচ’ সিস্টেম, যা ট্রেন চলার সময়ে কোনওরকম বিপদের হাত থেকে রক্ষা করবে। আর এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আসলে নিরাপত্তা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের একটি বৈশিষ্ট্য হিসেবে রয়ে গেছে। ট্রেনটিতে কবচ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, জরুরি যাত্রী টক-ব্যাক ইউনিট এবং উন্নত নিয়ন্ত্রণ সহ একটি অত্যাধুনিক ড্রাইভার ক্যাব থাকবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে থাকবে এর্গোনোমিক্যালি ডিজাইন করা কুশনযুক্ত বার্থ, উন্নত যাত্রার আরামের জন্য উন্নত সাসপেনশন সিস্টেম, শব্দ কমানোর প্রযুক্তি, ভেস্টিবুল সহ অটোমেটিক দরজা এবং একটি আধুনিক যাত্রী তথ্য ব্যবস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, আধুনিক টয়লেট এবং উন্নত জীবাণুনাশক প্রযুক্তি স্বাস্থ্যবিধি, অ্যাক্সেসযোগ্যতা থাকবে।

উপকৃত হবেন বহু যাত্রী

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NFR) প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা বলেছেন যে এই নতুন প্রজন্মের ট্রেনটি ১৬টি কোচের রেক সহ চলবে, যার মোট আসন সংখ্যা ৮২৩ জন যাত্রীর জন্য উপযুক্ত। প্রধান সুবিধাভোগী জেলাগুলির মধ্যে রয়েছে আসামের কামরূপ মেট্রোপলিটন এবং বোঙ্গাইগাঁও। এছাড়াও উপকৃত হবেন পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া তথা কলকাতার মানুষ।

Leave a Comment