সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ নভেম্বর, বৃহস্পতিবার। আগুন লেগে ৪৪ জনের মৃত্যু, ট্রেনে (Indian Railways) হালাল মাংস, হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) চিনের উপর নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ ভারতের
চিনের উপর বিরল খনিজের নির্ভরশীলতা কমাতে বিরাট পদক্ষেপ নিল ভারত। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৭২৮০ কোটি টাকার স্কিম টু প্রোমোড ম্যানুফ্যাকচারিং অফ সিন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট প্রকল্প অনুমোদন দেওয়া হল। আর এই প্রকল্পে দেশে বছরে ৬০০০ টন বিরল খনিজ প্রক্রিয়াকরণ করে শক্তিশালী চুম্বক তৈরি করা হবে। এই চুম্বকগুলি মূলত বৈদ্যুতিক যন্ত্র থেকে শুরু করে ড্রোন, স্মার্টফোন বা বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করা হবে। ফলে আত্মনির্ভর হয়ে উঠবে ভারত।
পড়ুন: কমবে চিনের উপর নির্ভরতা! বিরল খনিজের জন্য ৭২৮০ কোটি টাকার প্রকল্প কেন্দ্রের
৯) হংকং-এর বহুতলে আগুন লেগে মৃত্যু ৪৪ জনের
হংকংয়ে তাই পো এলাকার ওয়াং ফুক কোর্টের বহুতলে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হয়েছে ৪৪ জনের এবং ৩০০ জনারও বেশি নিখোঁজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে উপরের তলায় আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে দমকল কর্মীরাও কার্যত হিমশিম খেয়েছে। ৪০০০ জনের বসবাসের ওই ফ্ল্যাটটির চারপাশে সংস্কার কাজ চলছিল যা আগুনকে দ্রুত ছড়িয়ে দিয়েছে। নির্মাণ সংস্থার দুই পরিচালক এবং একজন পরামর্শদাতা এই কাণ্ডে গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি ৭০০ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে।
পড়ুন: হংকং-র বহুতলে বিধ্বংসী আগুনে মৃত কমপক্ষে ৪৪! আহত আরও কয়েকশ মানুষ
৮) মুর্শিদাবাদে জমি দখল করে তৈরি হচ্ছে বাবরি মসজিদ
মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে নতুন বিতর্ক। এবার জমির আসল মালিক কৃষক তাজিমউদ্দিন চৌধুরী দাবি করছেন যে, তার ছয় বিঘা জমি তিনি বিক্রি করতে পারেননি। তবুও বিধায়ক হুমায়ুন কবীর ওই জমিতে মসজিদের শিলান্যাসের প্রস্তুতি নিচ্ছেন। তালিমুদ্দিন জমি ঘিরে রেখেছেন, যাতে কেউ প্রবেশ না করতে পারে এবং তিনি মসজিদ নির্মাণের সম্পূর্ণ বিরুদ্ধে। হুমায়ূন জানিয়েছেন, অনুষ্ঠানটিতে ধর্মগুরু এবং বহু মানুষ উপস্থিত থাকবেন।
পড়ুন: জমি দখল করে বাবরি মসজিদ! হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিস্ফোরক কৃষক
৭) ভারতীয় রেলের নন-ভেজ খাবারে হালাল মাংস
ভারতীয় রেলের নন-ভেজ খাবারে শুধুমাত্র হালাল মাংস পরিবেশনের অভিযোগে এবার রেলওয়ে বোর্ডকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। সেখানে বলা হয়েছে, এতে হিন্দু এবং শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং হিন্দু দলিত সম্প্রদায়ের জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমিশন জানিয়েছে, রেল একটি সরকারি সংস্থা হওয়ার কারণে সকল ধর্মের মানুষের খাদ্য পছন্দের প্রতি সম্মান দেখানো দায়িত্ব। তদন্তের পর দুই সপ্তাহের মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পড়ুন: ট্রেনে পরিবেশন করা হচ্ছে ‘হালাল মাংস!’ রেলকে নোটিশ পাঠাল মানবাধিকার কমিশন
৬) সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত নতুন বাস
সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশন এমজি রোড হয়ে এবার শিয়ালদা পর্যন্ত নতুন বাস রুট HB9 চালু হল। প্রাথমিকভাবে বারোটি বাস চলবে যা গুরুত্বপূর্ণ স্টপেজগুলোতে থামবে। যেমন, বেলেপোল, দালাল পুকুর, হাওড়া ময়দান, কলেজ স্ট্রিট ইত্যাদি। প্রথম বাসটি সকাল ৬:৩০ মিনিটে ছাড়বে। শেষ বাস সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়বে। আগের রুট রামরাজাতলা থেকে শিয়ালদা পর্যন্ত চলত, যা ২০২০ সালে বন্ধ হয়ে গিয়েছিল। আর নতুন রুটে চল্লিশটি আসনের বাস থাকবে এবং ভ্রমণের সময় ও যানজট অনেকটা কমবে।
পড়ুন: সাঁতরাগাছি থেকে হাওড়া-শিয়ালদা, শহরে নতুন বাসরুট, উপকৃত হবেন যাত্রীরা
৫) জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, কলকাতা কোথায়?
সংযুক্ত রাষ্ট্রসঙ্ঘের সাম্প্রতিক রিপোর্ট চমক দিল ঢাকা। বিশ্বের সবথেকে জনবহুল শহরের তালিকায় এবার বিরাট পরিবর্তন। প্রথম অবস্থানে উঠে আসলো জাকার্তা, যাদের মোট জনসংখ্যা ৪.২ কোটি। তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সেখানে জনসংখ্যা ৩.৭ কোটি। তালিকার তৃতীয় স্থানে রয়েছে টোকিও, চতুর্থ স্থানে রয়েছে দিল্লি এবং ৯ নম্বরে রয়েছে কলকাতা। কলকাতার মোট জনসংখ্যার এখন ২.৩ কোটি।
পড়ুন: বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা! কলকাতাতেও বাড়ছে জনসংখ্যা, কত নম্বরে তিলোত্তমা?
৪) বাড়ানো হল টোটোর রেজিস্ট্রেশনের সময়সীমা
রাজ্যের পরিবহন দপ্তর টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়িয়ে দিল। ১৩ অক্টোবর থেকে শুরু হয় প্রক্রিয়া প্রথমে ৩০ নভেম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল। তবে আবেদন কম আসার কারণে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর প্রতিটি টোটোতে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর এবং কিউআর কোড স্টিকার লাগানো হবে। যার জন্য ফি দিতে হবে ১০০০ টাকা। আর রেজিস্ট্রেশন হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। পরে টোটো নিয়ন্ত্রণ করতে সরকার নির্দিষ্ট রুট ও লাইসেন্স বাধ্যতামূলক করবে।
পড়ুন: টোটোর রেজিস্ট্রেশন নিয়ে স্বস্তির খবর শোনাল পরিবহন দফতর
৩) ১৮০৬ জন অযোগ্য শিক্ষকের লিস্ট প্রকাশ করল এসএসসি
স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সাংবাদিক বৈঠকের পরেই ৫৪ পাতার তালিকায় মোট ১৮০৬ জনের নাম, রোল নম্বর, বিষয় এবং পিতার নাম ও জন্ম সাল অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রকাশিত হয়েছে এই তালিকা। কমিশন ৩১ ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে বলে খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় সমস্ত ওএমআর শিট এবং নিয়োগপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে।
পড়ুন: ১,৮০৬ জনের নাম! ব্রাত্যের বৈঠকের পরই দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল কমিশন
২) শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড
ঢাকার আদালত অনুপস্থিত অবস্থায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনটি দুর্নীতি মামলায় মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে। আর প্রতিটি মামলা ৭ বছর করে হবে। অভিযোগ ছিল, পূর্বাচলের রাজউক নিউটাউন প্রকল্পে বেআইনি প্লট বরাদ্দের। তবে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ৬টি মামলার মধ্যে তিনটির রায় ঘোষণা করা হয়েছে। আর বাকিগুলির রায় হবে ডিসেম্বরে। এদিকে মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পড়ুন: মৃত্যুদণ্ডের পর দীর্ঘ কারাবাস! কত বছরের জেলের সাজা হল শেখ হাসিনার?
১) বারাসাত মেডিকেল কলেজে চোখ চুরি কাণ্ডে নয়া মোড়
বারাসাত মেডিকেল কলেজের মর্গে মৃত যুবকের চোখ চুরি হওয়ার অভিযোগে এবার তোলপাড় রাজ্য রাজনীতি। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, চোখ অস্ত্রোপচার করে নয়, বরং ইঁদুর জাতীয় প্রাণী খুবলে নিয়েছিল। দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষের দেহ পরিবারকে ফেরত দেওয়ার সময় চোখ ক্ষতিগ্রস্ত দেখেই শুরু হয় বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষজ্ঞ দল তদন্ত করে ইঁদুরের কামড়ের প্রমাণ পেয়েছে। তবে মর্গে কীভাবে ইঁদুর ঢুকল, তা এখন বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন: চোখ চুরি নয়, সব কাণ্ড ইঁদুরের! বারাসতের ঘটনায় প্রকাশ্যে এল ময়না তদন্তের রিপোর্ট