সহেলি মিত্র, কলকাতা: এই ঠান্ডাতেই কাবু হয়ে গিয়েছেন? তাহলে তো বলা ভালো কলির সন্ধে। আগামী কয়েক ঘন্টায় আরও শীতের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে, ভোর ও রাতের তাপমাত্রা কম থাকবে। আজ বৃহস্পতিবারও ব্যাপক ঠান্ডা থাকবে জেলায় জেলায় বলে খবর। হাওয়া অফিস (Weather Today) জানিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে এইভাবে শীতের দুর্দান্ত ইনিংস চলবে। তবে তারপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে শুষ্ক ও বৃষ্টিহীন শীতল আবহাওয়া বিরাজ করবে। প্রধানত রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। পশ্চিমের কিছু জেলার সর্বনিম্ন পারদ নতুন করে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে। জানা গিয়েছে, আজ বীরভূম, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বেশি ঠান্ডা থাকবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, আগামী ৭ দিনে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলায় ভয়ানক ঠান্ডা থাকবে। এর পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশা থাকবে। পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং, কালিম্পং ও তার তৎসংলগ্ন অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার লক্ষ্য করা যাবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানা গিয়েছে, আবহাওয়া শুষ্ক থাকবে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে শীত থাকবে। কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যাবে। কুয়াশার দাপট থাকবে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার দাপট ও ঠান্ডা থাকবে।