সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা যেন সত্যিই লন্ডনে পরিণত হল! ঠান্ডার নিরিখে লন্ডনকে টেক্কা দিচ্ছে শহর কলকাতা। গত ৭ ডিসেম্বর রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছিল ১৫ ডিগ্রি সেলিসিয়াসে। অন্যদিকে লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা ১৫ সেলসিয়াস ছিল। যাইহোক, বর্তমানে অবাধে হিমশীতল হাওয়া বাংলায় ঢুকছে। আপাতত বাংলার বুকে কোনও দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস, এখন শুধু শীতই শীত। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭ দিন এরকমই শীতের দাপট অব্যাহত থাকবে বাংলায়। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথমদিনও ঠান্ডা থাকবে কলকাতায়। আপাতত উত্তরের হাওয়া কোন বাধা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদীয়া, ঝাড়গ্রামে মারাত্মক শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এছাড়া কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গে টানা জাঁকিয়ে শীত বিরাজ করবে। এছাড়া বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। মাঝেমধ্যে মেঘলা আকাশেরও দেখা মিলবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গেও শীতের কামড় অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গে শীতের সঙ্গে কুয়াশা চিন্তা বাড়াচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে সকাল সকাল মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে। কুয়াশার কারণে সকালবেলা যান চলাচলে বিঘ্ন হতে পারে বলে খবর। এদিকে দার্জিলিং এবং কালিম্পং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।