সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের শুরুতেই সুখবর শোনাল ভারতীয় মুদ্রা। মঙ্গলবার বাজার খুলতেই রুপির দাম দাঁড়িয়েছে ডলার প্রতি ৮৯.০৭ টাকা (Indian Rupee vs US Dollar), যা বিগত দিনের ৮৯.৩০ টাকার তুলনায় ০.২% শক্তিশালী। উল্লেখ্য, এর আগে ২১ নভেম্বর রুপি ইন্ট্রাডে ট্রেডে ৮৯.৬৫ টাকায় নেমে গিয়েছিল, যা এখনও পর্যন্ত সবথেকে দুর্বল ট্রেড। আর সেই পতনে এক ঝটকায় ৯৩ পয়সা দর হারিয়েছিল ভারতীয় রুপি।
বলাবাহুল্য, শুক্রবার ৮৮.৮০ টাকার সাপোর্ট ভেঙে যাওয়ার পর বাজারে আশঙ্কা তৈরি হয়েছিল যে রুপির দুর্বলতা হয়তো আরও বাড়তে পারে। তবে সোমবার বাজার খোলার আগেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দেয়, রুপিকে অতিরিক্ত দুর্বল হতে দেওয়া যাবে না। এক বেসরকারি ব্যাঙ্কের কারেন্সি ট্রেডার জানিয়েছিলেন, সোমবার বাজারে একরকম সিগন্যাল। ৮৮.৮০ টাকার নীচে কোনওভাবেই রুপিকে পড়তে দেবেই না রিজার্ভ ব্যাঙ্ক।
ডিসেম্বরে ফের শক্তিশালী হতে পারে রুপি
উল্লেখ্য, মেকলাই ফাইন্যান্সিয়াল এর সিইও দীপ্ত শীতল মনে করছেন যে, রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের পর হয়তো ডিসেম্বর মাসে রুপি আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, নভেম্বরে তুলনায় অনেকটাই শক্তিশালী হতে পারে ভারতীয় রুপি। তিনি বলেছেন, ডিসেম্বরে রুপি আবারও ৮৯-এর উপরে শক্তিশালী হয়ে উঠতে পারে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের জমির অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার!
এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার পতনের সম্ভাবনা রুপির অবস্থানকে আরও ইতিবাচক দিকে ঠেলে দিচ্ছে। কারণ, সাম্প্রতিক সপ্তাহে যেখানে রেট কমার সম্ভাবনা ছিল ৪০%, সেখানে তা বেড়ে দাঁড়ায় ৮৫%। এদিকে ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার জানিয়েছেন যে, মার্কিন চাকরির বাজার যথেষ্ট নরম হয়েছে। এর ফলে ডিসেম্বরে আরও ০.২৫% রেট কাট হতে পারে। এর পাশাপাশি নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামসও ইঙ্গিত দিয়েছেন যে, মার্কিন সুদের হার আরও কমলে ফেডের মুদ্রাস্ফীতি কোনওরকম ক্ষতি হবে না। মার্কিন রেট কাট সাধারণত ডলারের শক্তি কমায়। এর ফলে বাজারের মুদ্রাগুলিও কিছুটা স্বস্তি পায়। ভারতের ক্ষেত্রেও এখন তেমনটা হচ্ছে।