সৌভিক মুখার্জী, কলকাতা: ডাঃ শান্তনু সেনের (Santanu Sen) বিদেশি ডিগ্রি নিয়ে দীর্ঘ দিনের বিতর্কের পর এবার বিরাট আপডেট সামনে এল। হ্যাঁ, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জেনস অফ গ্লাসগো (FRCP গ্লাসগো) সরাসরি ইমেইল করে জানাল, ডাঃ শান্তনু সেনের প্রাপ্ত FRCP ডিগ্রি সম্পূর্ণ বৈধ, এবং তিনি নিজেই তা অর্জন করেছেন। এমনকি ইমেইলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে পরীক্ষার মাধ্যমে ডাঃ শান্তনু সেন FRCP গ্লাসগো থেকে এই ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছিলেন। এটি কোনও ভুয়ো ডিগ্রি নয়।
মেডিক্যাল কাউন্সিলর অভিযোগের সরাসরি জবাব
জানা গিয়েছে, FRCP গ্লাসগোর তরফ থেকে পাঠানো এই ইমেইলটি রাজ্যের মেডিকেল কাউন্সিলকেও পাঠানো হয়েছে। এমনকি ডাঃ শান্তনু সেন নিজেও এই নথি রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের কাছে জমা দেবেন। উল্লেখ্য, এর আগে রাজ্য মেডিক্যাল কাউন্সিল এই FRCP গ্লাসগো ডিগ্রিকে ভুয়ো বলে দাবি করে ডাক্তার সেনের চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দুই বছরের জন্য বাতিল করে দিয়েছিল।
এদিকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডাক্তার সেন। তবে প্রথম শুনানিতেই স্বস্তি পেয়েছিলেন তিনি। কারণ, বিচারপতি অমৃতা সিনহা মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ করে স্পষ্ট জানান, অভিযুক্তকে তাঁর বক্তব্য রাখার সুযোগ দিতে হবে, এবং কোন অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও স্পষ্ট করতে হবে। পাশাপাশি লেটারহেডে ডিগ্রিটিকে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে উল্লেখ করতে হবে।
আরও পড়ুন: মাথার দাম ছিল ১.০১ কোটি! হিডমার পর খতম শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে
প্রসঙ্গত, FRCP গ্লাসগোর ইমেইলের পরে এক টেলিফোন সাক্ষাৎকারে ডাঃ শান্তনু সেন বলেছেন, আমার ডিগ্রি যে ভুয়ো নয়, তা ডিগ্রি প্রদানকারী সংস্থা রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আর এই গোটা ঘটনায় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও দাবি করেছেন, বিষয়টির পিছনে ব্যক্তিগত প্রতিহিংসাও ছিল। বলে রাখি, ডাঃ শান্তনু সেন একসময় রাজ্য মেডিকেল কাউন্সিলের সরাসরি মনোনীত সদস্য ছিলেন। কিন্তু আরজি কর কাণ্ডের পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। এরপর তাঁকে মেডিক্যাল কাউন্সিল থেকে একাধিক কারণ দেখিয়ে সরিয়ে দেওয়া হয়। এমনকি ২০২৫ সালে তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। তার পরপরই রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল।